Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে।
Mi 10-এ থাকছে Snapdragon 865 চিপসেট
শুক্রবার ভারতে আসছে Mi 10। কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গেই লঞ্চ হবে নতুন Mi Box অ্যানড্রয়েড টিভি বক্স। এই ডিভাইস ব্যবহার করে যে কোন ডিভাইসকে স্মার্ট অ্যানড্রয়েড টিভিতে পরিনত করা যাবে। এছাড়াও ভারতে নতুন ওয়্যারলেস ইয়ারবাড নিয়ে আসছে চিনের সংস্থাটি। প্রসঙ্গত Mi 10-এ থাকছে 108 মেগাপিক্সেল ক্যামেরা ও Snapdragon 865 চিপসেট।
Xiaomi'র অফিশিয়াল YouTube চ্যানেল থেকে শুক্রবারের লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে। নীচের প্লে বাটনে ক্লিক করে ভারতে Mi 10 লঞ্চ সরাসরি দেখতে পাবেন। দুপুর 12 টায় অনুষ্ঠান শুরু হবে।
সম্প্রতি Xiaomi জানিয়েছিল ভারতে শুধুমাত্র Amazon.in থেকে Mi 10 পাওয়া যাবে। চিনে Mi 10 -এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 40,000 টাকা) থেকে। ভারতে এই ফোনের দাম সম্পর্কে উচ্চবাচ্য করেনি Xiaomi।
ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 Pro Series Colourways and Memory Configurations Listed on Amazon
BSNL Bharat Connect Prepaid Plan With 365-Day Validity Launched; Telco's BSNL Superstar Premium Plan Gets Price Cut