Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স।
শুক্রবার ভারতে আসছে Mi 10
8 মে লঞ্চ হবে Mi 10। এবার Xiaomi জানিয়েছে ভারতে শুধুমাত্র Amazon.in থেকে Mi 10 পাওয়া যাবে। লঞ্চের একদিন আগে এই ঘোষণা করেছে চিনের সংস্থাটি। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Mi 10 ও Mi 10 Pro। এই দুই ফোনেই রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। যদিও ভারতে শুধুমাত্র Mi 10 লঞ্চ করবে Xiaomi।
শুক্রবার অনলাইন লাইভ স্ট্রিমে ভারতে এই ফোন লঞ্চ করবে Xiaomi। চিনে Mi 10 -এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 40,000 টাকা) থেকে। ভারতে এই ফোনের দাম সম্পর্কে উচ্চবাচ্য করেনি Xiaomi।
ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
6,000 টাকা সস্তা হল OnePlus 7T Pro
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 5G Series Price, Specifications Tipped Ahead of Global Launch
Samsung Teases Exynos 2600 Chip Expected to Debut on Flagship Samsung Galaxy S26 Series