Mi 10 5G-এর দাম 49,999 টাকা। 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
Mi 10 5G তে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে
অবশেষে ভারতে লঞ্চ হল Mi 10 5G। এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, 108 মেগাপিক্সেল ক্যামেরা ও সুপার ফাস্ট চার্জিং। মার্চে ভারতে এই ফোন লঞ্চের কথা থাকলেও লকডাউনের কারণে তা বাতিল হয়েছিল। কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে Mi True Wireless Earphones 2 ও Xiaomi Mi Box 4K।
Mi 10 5G-এর দাম 49,999 টাকা। 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 256GB স্টোরেজে এই ফোন কিনতে 54,999 টাকা খরচ হবে। শুক্রবার দুপুর 2টো থেকে এই ফোনের প্রি-অর্ডার শুরু হচ্ছে। যদিও কবে এই ফোন বিক্রি শুরু হবে জানায়নি চিনের সংস্থাটি। অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে বিক্রি হবে Mi 10 5G।
ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 8GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
এবার আসছে Poco F2 Pro! লঞ্চের আগেই ফাঁস হল দাম
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ ও 10W রিভার্স চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন