বৃহস্পতিবার এক অনুষ্ঠানে গোটা বিশ্বের সামনে একাধিক স্মার্টফোন নিয়ে বাসছে Xiaomi। মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max। এবার বিশ্বের অন্যান্য দেশে লঞ্চ হতে চলেছে Redmi Note 9। একই সঙ্গে লঞ্চ হবে Mi Note 10 Lite।
বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যা 5 টা 30 মিনিটে এই অনুষ্ঠান শুরু হবে। Xiaomi'র অফিশিয়াল YouTube চ্যানেল থেকে এই অনুষ্ঠান সরাসরি দেখা যাবে। নতুন Xiaomi ফোন লঞ্চ সরাসরি দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।
Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max-এর থেকে কিছু ফিচার কাটছাঁট করে লঞ্চ হতে পারে Redmi Note 9। এই ফোনে থাকতে পারে 6.53 ইঞ্চি ফহড+ ডিওপ্লে। ফোনের ভিতরে থাকবে পারে MediaTek Hellio G85 চিপসেট, 6GB RAM ও 5,020 mAh ব্যাটারি। ফোনের পিছনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।
অনেকটা কম দাম! জুলাইতে আসতে পারে OnePlus Z
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
সম্প্রতি এক US FCC সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে Mi Note 10 Lite-এর বিভিন্ন স্পেসিফিকেশন জানা গিয়েছিল। থাকছে Snapdragon 730G চিপসেট। তুলনামূলক বড় ব্যাটারির এই ফোনে 30W ফাস্ট চার্জিং রয়েছে। কানেক্টিভিটির জন্য রয়েছে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই। লাইট ভার্সানেও Mi Note 10 এর মতোই থাকছে চারটি ক্যামেরা ও ওয়াটারড্রপ নচ স্টাইল ডিসপ্লে। ফোনের পিছনে প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ডেপ্ত সেন্সর ও টেলিফটো ক্যামেরা। কালো, সাদা ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন