OnePlus Z-এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে।
Photo Credit: Twitter / @MaxJmb
জুলাইতে লঞ্চ হতে পারে OnePlus Z
জুলাইতে তুলনামূলক কম দামে স্মার্টফোন আনতে পারে OnePlus। আগে জানা গিয়েছিল OnePlus 8 Lite লঞ্চ হবে। যদিও সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে নতুন সস্তা ফোনের নাম হতে চলেছে OnePlus Z।
ম্যাক্স জে নামে এক ব্যক্তি OnePlus Z-এর টিজার প্রকাশ করেছেন। তিনি বলেন জুলাইতে এই ফোন বাজারে আসবে। যদিও নতুন OnePlus ফোনের কোন ফিচার জানা যায়নি। টুইটারে প্রকাশিত ছবি সত্যি হলে OnePlus Z-এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে।
— Max J. (@MaxJmb) April 28, 2020
OnePlus 8 সিরিজ লঞ্চের সময় শোনা গিয়েছিল বাজারে আসবে OnePlus 8 Lite। কয়েক মাসের মধ্যেই এই ফোন বাজারে আসবে বলে জানা গিয়েছিল। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট বলছে নতুন ফোনের নাম হতে চলেছে OnePlus Z।
OnePlus 8 ও OnePlus 8 Pro'র থেকে অনেকটা কম দামে বাজারে আসতে পারে OnePlus Z। চলতি সপ্তাহে ভারতে OnePlus 8 ও OnePlus 8 Pro প্রি-বুকিং শুরু হয়েছে। OnePlus 8-এর দাম শুরু হচ্ছে 41,999 টাকা থেকে। প্রি-বুকিং করলে 1,000 টাকা ছাড় মিলবে।
সম্প্রতি প্রকাশিত অন্য এক রিপোর্টে OnePlus 8 Lite-এর স্পেসিফিকেশন সামনে এসেছিল। জানা গিয়েছিল এই ফোনে থাকবে 6.4 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে হোল-পাঞ্চ ডিজাইন। OnePlus Z-এ MediaTek প্রসেসর ব্যবহার হতে পারে।এই প্রথম MediaTek প্রসেসর ব্যবহার করতে চলেছে OnePlus।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Truecaller Voicemail Feature Launched for Android Users in India With Transcription in 12 Regional Languages