Amazon আর Flipkart এ সেল শুরু হওয়ার সাথেই Mi.com থেকে শুরু হল Diwali With Mi Sale। এই সেলে স্মার্টফোন, স্মার্টটিভি আর অ্যাকসেসারিজের দাম কমেছে। 4 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। সস্তা হয়েছে সব দামের স্মার্টফোন, স্মার্টটিভি, ফিটনেস ব্যান্ড, স্পিকার ও বিভিন্ন অ্যাকসেসারিজ।
Mi.com ওয়েবসাইট থেকে এই সেলে 10,999 টাকায় পাওয়া যাচ্ছে 32 ইঞ্চি Mi LED TV 4A Pro। 19,999 টাকায় পাওয়া যাচ্ছে 43 ইঞ্চি Mi LED TV 4A Pro। মাত্র 799 টাকায় পাওয়া যাচ্ছে 10,000mAh Mi Power Bank 2i। 1,799 টাকায় পাওয়া যাচ্ছে Mi Band 3।
এর সাথেই Redmi Y3, Redmi Note 7 Pro, Redmi 7A আর Redmi Note 7S ফোনে ছাড় দিচ্ছে Xiaomi। রবিবার মধ্যরাত থেকে Redmi Y3 আর Redmi 7A ফোনে ছাড় পাওয়া যাবে। আগামীকাল Redmi Note 7 Pro আর Redmi Note 7S ফোনে অফার শুরু হবে।
Amazon ও Flipkart সেল: OnePlus, Realme, Samsung ফোনের অফারগুলি দেখে নিন
প্রোডাক্ট | সেলে দাম | সাধারন দাম |
---|---|---|
Redmi Note 7 Pro | 11,999 টাকা থেকে | 13,999 টাকা থেকে |
Redmi 7A | 5,499 টাকা থেকে | 5,999 টাকা থেকে |
Redmi Note 7S | 8,999 টাকা থেকে | 10,999 টাকা থেকে |
Redmi Y3 | 7,999 টাকা থেকে | 9,999 টাকা থেকে |
Mi LED TV 4A Pro (32-ইঞ্চি) | 10,999 টাকা | 12,999 টাকা |
Mi LED TV 4A Pro (43-ইঞ্চি) | 19,999 টাকা | 29,999 টাকা |
Mi Band 3 | 1,799 টাকা | 1,999 টাকা |
কম দামে দুর্দান্ত ফিচার, বিক্রি শুরু হল Vivo U10: লঞ্চ অফারে কী সুবিধা পাওয়া যাচ্ছে?
10,999 টাকায় পাওয়া যাবে Mi LED TV 4C Pro। 37,999 টাকায় পাওয়া যাবে 55 ইঞ্চি Mi TV 4X Pro। 799 টাকায় পাওয়া যাচ্ছে Mi Pocket Speaker। 999 টাকায় পাওয়া যাচ্ছে Mi Super Bass Wireless headphone।
এছাড়াও সস্তা হবে Poco F1, Redmi 7, Redmi K20 আর Redmi K20 Pro। প্রথম দুই ফোনে মধ্যরাত থেকে অফার শুরু হবে। পরের দুই ফোনে আগামী কাল শুরু হবে অফার।
বিক্রি শুরু হল Samsung Galaxy M30s আর Galaxy M10s: দাম ও ফিচারগুলি দেখে নিন
প্রোডাক্ট | সেলে দাম | সাধারন দাম |
---|---|---|
Redmi 7 | 5,999 টাকা থেকে | 7,999 টাকা থেকে |
Poco F1 | 15,999 টাকা থেকে | 18,999 টাকা থেকে |
Mi LED TV 4C PRO (32-ইঞ্চি) | 10,999 টাকা | 12,499 টাকা |
Mi LED TV 4X PRO (55-ইঞ্চি) | 37,999 টাকা | 39,999 টাকা |
Redmi K20 Pro | 24,999 টাকা থেকে | 27,999 টাকা থেকে |
Redmi K20 | 19,999 টাকা থেকে | 21,999 টাকা থেকে |
64MP ক্যামেরার স্মার্টফোন বিক্রি শুরু করল Samsung: ফিচারগুলি দেখে নিন
এই সেলে Mi.com থেকে 1 টাকা ফ্ল্যাশ সেলে একাধিক প্রোডাক্ট পাওয়া যাবে। 1 টাকা ফ্ল্যাশ সেলে Redmi K20 আর Mi A3 এর মতো জনপ্রিয় স্মার্টফোনের সাথেই Mi Smart Band 4 আর Mi Soundbar কেনা যাবে। এর সাথে HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটায় অতিরিক্ত দশ শতাংশ ছাড় পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন