সম্প্রতি লঞ্চ হয়েছে Vivo U সিরিজের প্রথম স্মার্টফোন Vivo U10। ভারতে শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে এই ফোন। শনিবার Amazon Great Indian Festival সেলে বিক্রি শুরু হল এই স্মার্টফোন। U10 এ রয়েছে একটি Snapdragon 665 চিপসেট। গেম খেলার জন্য আলাদা মোড থাকছে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা ছাড়াও Vivo U10 এর ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ নচ। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Amazon ও Flipkart সেল: OnePlus, Realme, Samsung, Xiaomi ফোনের অফারগুলি দেখে নিন
Vivo U10 এর দাম শুরু হচ্ছে 8,990 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM + 32GB স্টোরেজ। 3GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 9,990 টাকা খরচ হবে। 4GB RAM + 64GB স্টোরেজে Vivo U10 এর দাম 10,990 টাকা। ইলেকট্রিক ব্লু আর থান্ডার ব্ল্যাক কালারে লঞ্চ হয়েছে এই ফোন। Amazon.in থেকে পাওয়া যাবে Vivo U10।
লঞ্চ অফারে SBI ক্রেডিট কার্ড ব্যবহার কিনলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় মিলবে। সাথে থাকছে ছয় মাসের নো কস্ট ইএমআই। Jio গ্রাহকরা 6,000 টাকার অরিতিক্ত সুবিধা পাবেন।
বিক্রি শুরু হল Samsung Galaxy M30s আর Galaxy M10s: দাম ও ফিচারগুলি দেখে নিন
Vivo U10 ফোনে থাকছে একটি 6.35 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo U10 এর ভিতরে থাকছে একটি Snapdragon 665 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
Vivo U10 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সিং ক্যামেরা।
কানেটিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফ এম রেডিও, Micro-USB পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি আর 18W ফাস্ট চার্জ সাপোর্ট। ইলেকট্রিক ব্লু আর থান্ডার ব্ল্যাক কালাতে এই ফোন লঞ্চ করছে Vivo। Vivo U10 এর ওজন 190.5 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন