ভারতে লঞ্চ হল Google Nest Hub স্মার্ট ডিসপ্লে। নতুন এই স্মার্ট ডিসপ্লে ব্যবহার করে LG, Oakter, Philips Hue, Syska, TP-Link, Xiaomi আর Yeelight সহ 3,500 এর বেশী ব্র্যান্ডের 20 কোটি ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। নতুন এই টাচ স্ক্রিন ডিসপ্লের ভিতরে থাকছে ইন বিল্ট স্পিকার আর Google Assistant ইন্টিগ্রেশন। বাড়ির সব কানেক্টেড ডিভাইস Google Nest Hub ব্যবহার করে কন্ঠস্বরের সাথে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও Nest Hub থেকে ভিডিও দেখার জন্য YouTube কে বিশেষ ভাবে ডিজাইন করেছে Google।
ভারতে Google Nest Hub এর দাম 9,999 টাকা। Flipkart, Tata Cliq, Croma আর Reliance Digital থেকে বিক্রি শুরু হয়েছে এই ডিভাইস। চক আর চারকোল রঙে পাওয়া যাবে Google Nest Hub।
লঞ্চ অফারে Google Nest Hub এর সাথে পাওয়া যাচ্ছে 1,799 টাকা দামের Mi Security Camera। সীমিত সময়ের জন্য Flipkart আর Tata Cliq থেকে এই অফার পাওয়া যাবে।
গত বছর অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছিল Google Nest Hub। সেই দেশে এই স্মার্ট ডিসপ্লের দাম 99 মার্কিন ডলার (প্রায় 7,100 টাকা)।
ভারতে Amazon Echo Show 5 এর সামনে প্রতিযোগীতার সম্মুখীন হবে Google Nest Hub। Amazon Echo Show 5 এর দাম 8,999 টাকা।
Google Nest Hub এর মধ্যে থাকছে ইন বিল্ট Google Assistant। Google Nest Hub গ্রাহকের কন্ঠস্বর চিনে নিতে পারবে। মুখে বলেই এই ডিভাইস থেকে Google সার্চ, YouTube আর Google Photos দেখা যাবে। এছাড়াও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে এই ডিসভাইস।
Google Home Speaker এর মতোই কাজ করবে Google Nest Hub। তবে বাড়ির প্রত্যেক সদস্যের গলার আওয়াজ আলাদা করে চিনে নিয়ে তার আগের সার্চের সাথে তুলনা করে বিশেষ রেজাল্ট দেখাতে পারবে এই ডিভাইস।
Google Nest Hub থেকে NDTV Food সহ বিভিন্ন খাবারের ওয়েবসাইট ব্যবহার করা যাবে। এছাড়াও গান শোনার জন্য থাকছে YouTube Music, Gaana, Saavn, Spotify আর Wynk।
Google Nest Hub এ থাকছে একটি 7 ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে। এই ডিভাইসে থাকছে দুটি মাইক্রোফোন। ঘরের অন্য প্রান্ত থেকে কথা বললেও তা সহজে বুঝে নিতে পারবে Nest Hub। Wi-Fi 802.11ac আর Bluetooth v5.0 এর মাধ্যমে এই ডিভাইস কানেক্ট করা যাবে। Google Nest Hub এর আয়তন 118x178.5x67.3 মিমি আর ওজন 480 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন