Photo Credit: OnLeaks/MySmartPrice
কয়েক মাসের মধ্যেই Pixel 3 আর Pixel 3 XL ফোনদুটি লঞ্চ করবে Google। একই সাথে লঞ্চ হবে লেটেস্ট Android P। আর এবার এই দুটি ফোনের ৩৬০ ডিগ্রি ভিউ ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। এই ছবিতেই দেখা যাচ্ছে Pixel 3 XL এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। যদিও দুটি ফোনের ক্যামেরার পিছনেই সিঙ্গেল ক্যামেরা দেখা গিয়েছে।
নতুন এই ৩৬০ ডিগ্রি ভিউ ফাঁস করেছে ওয়ানলিকস ও মাই স্মার্ট প্রাইস। 2018 সালের অধিকাংশ ফোনের মতোই Pixel 3 XL এর ডিস্পপ্লের উপরে একটি কালো নচ দেখা গিয়েছে। iPhone X এ প্রথম এই ধরনের নচ দেখা গিয়েছিল। এই নচে দুটি ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেখা যাচ্ছে। যদিও এর মধ্যে একটি হয়তো অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার। Pixel 3 XL এর পিছনে সিঙ্গেল ক্যামেরা থাকছে। এর সাথেই ফোনের পিছিনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ও কোম্পানির লোগো। ফোনের নীচে থাকবে সিম ট্রে ও USB Type-C পোর্ট। ভলিউম বাটন ও পাওয়ার বাটন ফোনের বাঁ দিকে থাকবে।
ডিসপ্লে নচ বাদ দিলে Pixel 3 XL এর ডিজাইনের সাথে Pixel 3 এর ডিজাইনে কোন তফাৎ নেই। Pixel 3 এর ডিসপ্লের উপরে ও নীচে কিছুটা ফাঁকা জায়গা দেখা গিয়েছে। এই ফোনের সামনেও দুটি ক্যামেরা সেন্সার দেখা গিয়েছে। দুটি ফোনেই নীচে স্টিরিও স্পিকার থাকবে বলে জানা গিয়েছে।
অন্য এক রিপোর্টে জানা গিয়েছে দুটি ফোনেই থাকবে Snapdragon 845 চিপসেট। বড় ভার্সানে 6GB RAM থাকবে। Pixel 3 তে থাকবে একটি 5.34 ইঞ্চি ডিসপ্লে। অন্যদিকে Pixel 3 XL এ থাকবে একটি 6.3 ইঞ্চি ডিসপ্লে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন