মঙ্গলবার লঞ্চ হল Google Pixel 4 আর Pixel 4 XL। আজ নিউ ইয়র্কের এক ইভেন্ট থেকে 2019 সালের দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করল Google। অন্যান্য Pixel ফোনের মতোই Google Pixel 4, Pixel 4 XL এর প্রধান আকর্ষণ ক্যামেরা। Google Pixel 4, Pixel 4 XL ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই প্রথম কোন Pixel ফোনের পিছনে একাধিক ক্যামেরা থাকছে। ফোন না ছুঁয়ে এছাড়াও হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে Google Pixel 4, Pixel 4 XL ফোনের বিভিন্ন ফিচার ব্যবহার করা যাবে।
64MP ক্যামেরা, শক্তিশালী চিপসেট আর দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Realme X2 Pro
Google Pixel 4 এর দাম শুরু হচ্ছে 799 মার্কিন ডলার (প্রায় 57,000 টাকা) থেকে। Pixel 4 XL এর দাম শুরু হচ্ছে 899 মার্কিন ডলার (প্রায় 64,000 টাকা) থেকে। জাস্ট ব্ল্যাক, ক্লিয়ারলি হোয়াইট আর ওহ সো অরেঞ্জ রঙে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন। ভারতে Pixel 4 আর Pixel 4 XL লঞ্চ করবে না Google।
Google Pixel 4, Pixel 4 XL ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট, 6GB RAM। এই দুই ফোনের ডিসপ্লেতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। লঞ্চের সময় এই দুই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।
Pixel 4 ফোনে একটি 5.7 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে থাকছে। Pixel 4 XL ফোনে থাকছে 6.3 ইঞ্চি QHD+ ডিসপ্লে। Google Pixel 4, Pixel 4 XL ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে 12.2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সেলফি তোলার জন্য একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে।
এটাই নতুন Redmi K30, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন
Google Pixel 4 ফোনে থাকছে 2,800 mAh ব্যাটারি। অন্যদিকে Pixel 4 XL ফোনে থাকছে 3,700 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। থাকছে ন্যানো সিম সাপোর্ট। ডুয়াল সিম ব্যবহার করলে ই-সিম সাপোর্ট থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন