Google Pixel 4a সম্পর্কে প্রায় সব তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি জানা গিয়েছিল 399 মার্কিন ডলার থেকে এই ফোনের দাম শুরু হতে পারে। সম্প্রতি একই দামে লঞ্চ হয়েছিল iPhone SE (2020)। সম্প্রতি অন্য এক রিপোর্টে জানা গিয়েছে 349 মার্কিন ডলারে পাওয়া যাবে 128GB স্টোরেজের Google Pixel 4a।
জানা গিয়েছে 128GB স্টোরেজে Pixel 4a কিনতে 349 মার্কিন ডলার খরচ হবে। দুটি রঙে এই ফোন বিক্রি করবে Google। যদিও 64GB স্টোরেজে আরও সস্তায় এই ফোন কেনা যাবে।
সম্প্রতি GSMArena ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে 64GB স্টোরেজে Pixel 4a'র দাম শুরু হবে 299 মার্কিন ডলার থেকে। যদিও এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি Google।
শীঘ্রই বাজারে আসবে তুলনামূলক কম দামের Pixel 4a। যদিও এই ফোন লঞ্চের দিনক্ষণ জানায়নি Google।
সম্প্রতি 9to5Google ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Google Pixel 4a-তে থাকবে 3,080 mAh ব্যাটারি। সঙ্গে থাকবে 6GB RAM ও 64GB অথবা 128GB স্টোরেজ। থাকছে 18W ফাস্ট চার্জিং। এই ফোনে 12.2 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। Google Pixel 4 ফোনেও একই ক্যামেরা ব্যবহার হয়েছিল। সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক।
Google Pixel 4a-র পিছনে একটি বর্গাকার ক্যামেরা মডিউল থাকছে। ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ। কালো রঙের ফোনে থাকছে সাদা পাওয়ার বাটন। 2019 সালের মে মাসে লঞ্চ হয়েছিল Google Pixel 3a। Pixel 4a লঞ্চের দিন ঘোষণা করেনি Google।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন