সম্প্রতি রাশিয়ায় লঞ্চ হয়েছিল Honor 10i। লঞ্চের সময় এই ফোনে ছিল 4GB RAM আর 128GB স্টোরেজ। এবার নতুন স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন সামনে এসেছে। সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে 6GB RAM আর 64GB স্টোরেজে এই ফোন দেখা গিয়েছে।
TechAndroids ওয়েবসাইটে প্রথম নতুন ভেরিয়েন্টে Honor 10i লঞ্চের খবর সামনে আসে। গত মাসে রাশিয়ায় কালো, লাল ও নীল রঙে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। সপ্রতি লঞ্চ হওয়া অন্যান্য ফোনের মতোই Honor 10i ফোনের পিছনেও থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। বৃহস্পতিবার রাশিয়ায় Honor 10i এর 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি শুরু হবে। তবে নতুন 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট লবে লঞ্চ হবে জানা যায়নি।
Honor 10i ফোনে থাকছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। Honor 10i ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 24 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আর একটি 2 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth সাপোর্ট। Honor 10i ফোনে থাকছে একটি 3,400 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন