ভারতে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Huawei এর সাব ব্র্যান্ড Honor। এই তিনটি ফোন হল Honor 20, Honor 20 Pro আর Honor 20i। সম্প্রতি সব Huawei ফোনে সাপোর্ট বন্ধ করে দেওয়ার ঘোষনা করেছিল Google। তার কয়েক দিনের মধ্যেই ভারতে তিনটি নতুন Android স্মার্টফোন লঞ্চ করল চিনের কোম্পানিটি। একই সাথে ভারতে নতুন Android ট্যাবলেট Honor Pad 5 লঞ্চ করেছে Huawei।
ভারতে Honor 20 এর দাম 32,999 টাকা। এই ফোনে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। Honor 20 Pro কিনতে খরচ হবে 39,999 টাকা। এই ফোনে থাকবে 8GB RAM আর 256GB স্টোরেজ। Honor 20i কেনার খরচ 14,999 টাকা। 4GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন।
25 জুন Flipkart থেকে বিক্রি শুরু হবে Honor 20। 18 জুন বিক্রি শুরু হবে Honor 20i। কবে Honor 20 Pro বিক্রি শুরু হবে জানায়নি কোম্পানিটি।
Honor 20 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি FHD+ হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Huawei এর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 980। সাথে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ।
Honor 20 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Honor 20 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি FHD+ হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Huawei এর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 980। সাথে থাকছে 8GB RAM আর 256GB স্টোরেজ।
Honor 20 Pro ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এই ক্যামেরার সাথে থাকছে 4 অ্যাক্সিস অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান।
ম্যাক্রো তোলার জন্য Honor 20 Pro ফোনে রয়েছে একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। 4 অ্যাক্সিস অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান ছাড়াও এই ক্যামেরায় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, PDAF অটো ফোকাস আর একগুচ্ছ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফিচার। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Honor 20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 22.5W ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র 30 মিনিটে 50 শতাংশ চার্জ হবে এই ফোন। Honor 20 Pro এর ওজন 182 গ্রাম।
Honor 20i ফোনে থাকছে একটি 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে রয়েছে একটি Kirin 710 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ। ছবি তোলার জন্য Honor 20i ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। থাকছে একটি 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Honor 20i ফোনের ভিতরে থাকছে একটি 3,400 mAh ব্যাটারি। নতুন এই মিডরেঞ্জ ফোনের ওজন 164 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন