ভারতে 24 জুলাই এক লঞ্চ ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করল Huawei-এর সাব ব্র্যান্ড Honor। ভারতে কোম্পানির লেটেস্ট স্মার্টফোন লঞ্চের জন্যঅই এই ইভেন্টের আয়োজন করেছে Honor। যদিও এই ইভেন্টে কোম্পানির কোন ফোন লঞ্চ হবে তা নির্দিষ্ট করে জানায়নি Honor। তবে আমন্ত্রনপত্রে 'NOORDINARYBEAUTY' হ্যাশট্যাগ ব্যবহার হয়েছে। শোনা যাচ্ছে এই ইভেনন্টে Honor 9i অথবা Honor Play লঞ্চ করা হবে। এক রিপোর্টে জানা গিয়েছে ভারতে Honor 9X নামে লঞ্চ হবে কোম্পানির Honor 9i ফোনটি।
কোম্পানির শেয়ার করা অন্য এক ছবিতে দেখা গিয়েছে এই ফোনে ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। বিশেষজ্ঞরা মনে করছে এই ইভেন্টে Honor 9i অথবা Honor Play লঞ্চ করবে Honor। গত মাসে এক রিপোর্টে জানা গিয়েছিল ভারতে Honor 9X নামে লঞ্চ হবে কোম্পানির Honor 9i ফোনটি। এই রিপোর্টে আরও বলা হয়েছিল ভারতে এই ফোনের দাম হবে 15,000 টাকা। এর সাথেই শিঘ্রই Honor Note 10 ফোনটি লঞ্চ করবে Honor। তবে Honor Note 10 এখনি ভারতের বাজারেব লঞ্চ করবে না চিনের কোম্পানিটি।
গত মাসে চিনে Honor 9i (2018) ফোনটি লঞ্চ হয়েছিল। এটি গত বছরে লঞ্চ হওয়া Honor 9i এর আপগ্রেডেট ভার্সান। নতুন এই মডেলে মেটাল ফ্রেমের সাথেই মিরর ফিনিশ ব্যবহার হয়েছে। 64GB ও 128GB দুটি স্টোরেজ ভেরিয়েন্টে Honor 9i (2018) লঞ্চ হয়েছিল। Honor 9i (2018) এ রয়েছে 5.84 ইঞ্চি Full HD+ IPS ডিসপ্লে। Honor 9i (2018) এর ভিতরে রয়েছে অক্টা-কোর HiSilicon Kirin 659 চিপসেট। এর সাথেই থাকবে Mali T830-MP2 GPU। Honor 9i (2018) তে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার ও একটি 2MP সেকেন্ডারি সেন্সার ব্যবহার হয়েছে।
চিনে Honor 9i (2018) এর 64GB ভেরিয়েন্টের দাম 1,399 ইউয়ান (প্রায় 14,600 টাকা)। অন্যদিকে 128GB ভেরিয়েন্ট কিনতে খরচ হয় 1,699 ইউয়ান (প্রায় 17,800 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন