মঙ্গলবার ফ্ল্যাশ সেলে কেনা যাবে Honor 9N। ভারতে শুধুমাত্র Flipkart থেকে Honor 9N কেনা যাবে। মঙ্গলবার দুপুর 12 টায় Flipkart এ ফ্ল্যাশসেলে পাওয়া যাবে 3GB RAM ভেরিয়েন্টের Honor 9N। Honor 9N এর অন্যতম প্রধান বৈশিষ্ট 19:9 ডিসপ্লে, 12 লেয়ার প্রিমিয়াম গ্লাস ডিজাইন ও 16MP সেলফি ক্যামেরা। চিনে গত মাসে Honor 9i (2018) ফোনটি লঞ্চ করেছিল কোম্পানি। ভারতে এই ফোনের নাম বদল করে Honor 9N নামে লঞ্চ করেছে Honor। বাজারে ইতিমধ্যেই Redmi Note 5 Pro, Asus ZenFone Max Pro M1 আর Moto G6 এর মতো ফোনগুলির সাথে কড়া টক্কর দিয়েছে Honor 9N।
ভারতে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Honor 9N এর দাম 11,999 টাকা। 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Honor 9N এর দাম 13,999 টাকা আর 4GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Honor 9N এর দাম 17,999 টাকা। মঙ্গলবার দুপুর 12টা থেকে Honor 9N এর বিক্রি শুরু হবে। Flipkart ও HiHonorStore থেকে এই ফোন কেনা যাবে। লঞ্চ অফারে Jio গ্রাহকরা 2,200 টাকা ক্যাশব্যাক পাবেন। এর সাথেই Jio গ্রাহকরা অতিরিক্ত 100GB ডাটা আর 1,200 টাকার Myntra ভাউচার পাবেন।
ডুয়াল সিম Honor 9N এ Android 8.0 Oreo এর উপরে কোম্পানির নিজস্ব EMUI 8.0 স্কিন চলবে। Honor 9N তে রয়েছে একটি 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Honor 9N এর ভিতরে থাকবে HiSilicon Kirin 659 চিপসেট, 3GB/ 4GB RAM আর 32GB/ 64GB/ 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য HiSilicon Kirin 659 Honor 9Nতে থাকবে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার ও একটি 2MP সেকেন্ডারি সেন্সার থাকবে। এর সাথেই থাকবে একটী LED ফ্ল্যাশ। PDAF অটো ফোকাসের সাথেই Honor 9N এর রিয়ার ক্যামেরায় HDR, টাইম ল্যাপস বার্স্ট মোডের মতো ফিচার থাকবে। Honor 9N Honor 9N এর সামনে একটি 16MP সেলফি ক্যামেরা থাকবে।
কানেক্টিভিটির জন্য Honor 9N তে থাকবে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth, GPS/ A-GPS আর Micro-USB। এর সাথেই ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ফেস আনলক ফিচার থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন