আজ ভারতে লঞ্চ হবে Huawei এর সাব ব্র্যান্ড Honor এর নতুন ফোন Honor 9N। আজ দুপুর 11টা 30মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে Honor 9N লঞ্চ করা হবে। শুধুমাত্র Flipkart থেকে এই ফোন কেনা যাবে। গত মাসে চিনে Honor 9i (2018) ফোনটি লঞ্চ হয়েছিল। ভারতে এই ফোনের নাম বদল করে লঞ্চ হবে। এই ফোনের ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে। এর সাথেই ডিসপ্লের চারপাশে থাবে শরু বেজেল, ডুয়াল রিয়ার ক্যামেরা। নীচের লিঙ্কে ক্লিক করে এই ইভেন্ট লাইভ দেখতে পারবেন। এই লঞ্চ ইভেন্টের অন্যন্য লেটেস্ট খবরের জন্য Gadget 360 এর ওয়েবসাইটে চোখ রাখুন।
এক রিপোর্টে বলা হয়েছিল ভারতে এই ফোনের দাম হবে 15,000 টাকা। চিনে 64GB Honor 9i (2018) এর দাম 1,399 ইউয়ান (প্রায় 14,600 টাকা)। অন্যদিকে128GB Honor 9i (2018) এর দাম 1,699 ইউয়ান (প্রায় 17,800 টাকা)।
গত মাসে চিনে Honor 9i (2018) ফোনটি লঞ্চ হয়েছিল। এই ফোনের দাম বদলে Honor 9N নামে ভারতে এই ফোন লঞ্চ হবে। এটি গত বছরে লঞ্চ হওয়া Honor 9i এর আপগ্রেডেট ভার্সান। নতুন এই মডেলে মেটাল ফ্রেমের সাথেই মিরর ফিনিশ ব্যবহার হয়েছে। 64GB ও 128GB দুটি স্টোরেজ ভেরিয়েন্টে Honor 9i (2018) লঞ্চ হয়েছিল। Honor 9i (2018) এ রয়েছে 5.84 ইঞ্চি Full HD+ IPS ডিসপ্লে। Honor 9i (2018) এর ভিতরে রয়েছে অক্টা-কোর HiSilicon Kirin 659 চিপসেট। এর সাথেই থাকবে Mali T830-MP2 GPU। Honor 9i (2018) তে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার ও একটি 2MP সেকেন্ডারি সেন্সার ব্যবহার হয়েছে। এই ফওনের ভিতরে রয়েছে 3000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন