Photo Credit: Winfuture.de
মঙ্গলবার লন্ডনে এক ইভেন্টে লঞ্চ হবে Huawei Mate 20 আর Mate 20 Pro। এই দুটি ফোনের ভিতরে থাকবে HiSilicon Kirin 980 চিপসেট। এই ফোনে থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইন। মঙ্গলবার লঞ্চের আগেই Huawei Mate 20ফোনের দাম জানা গেল।
Huawei Mate 20 ফোনের সম্ভাব্য দাম
ইউরোপে Huawei Mate 20 ফোনের দাম হতে চলেছে 799 ইউরো (প্রায় 68,300 টাকা)। ইউরোপে Huawei Mate 20 Pro ফোনের দাম হতে চলেছে 1,080 ইউরো (প্রায় 92,300 টাকা)। দুটি আলাদা রঙে পাওয়া যাবে Huawei Mate 20 আর Mate 20 Pro।
Huawei Mate 20 Pro ফোনের ভিতরে থাকবে একটি 6.39 ইঞ্চি QHD+ OLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে কোম্পানির নিজস্ব HiSilicon Kirin 980 চিপসেট, 6GB/8GB RAM আর ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 40MP+20MP+8MP সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 24MP ক্যামেরা। আর থাকবে থ্রি ড ফেসিয়ান রেকগনিশান আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন