লঞ্চ হয়ে গেলো একটি নতুন আকর্ষণীয় স্মার্টওয়াচ Huawei Watch GT 5 pro। স্মার্টওয়াচটি দুটি আকারের বিকল্পে উন্মোচিত হয়েছে যার মধ্যে একটি হলো 46 মিমি এবং অন্যটি 42 মিমি। ঘড়িটি দুটো অসাধারণ রঙের বিকল্পে পাওয়া যাবে। ঘড়িগুলিতে AMOLEAD স্ক্রীন যুক্ত করা হয়েছে। এটিতে বিভিন্ন স্বাস্থ্য অনুসরণ সম্পর্কিত বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে
ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে এই বিশেষ ক্যামেরা কাজ করবে। এর ফলে নির্দিষ্ট দূরত্ব থেকে যে কোন জিনিসের তামপাত্রা মাপা যাবে। অন্য যে কোন থার্মাল ক্যামেরার মতোই কাজ করবে এই বিশেষ ক্যামেরা। বুধবার এক অনুষ্ঠানে এই ফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি।