Huawei Nova 13 এবং Huawei Nova 13 Pro হ্যান্ডসেটগুলি সম্প্রতি বিশ্বের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। অসাধারণ প্রযুক্তি এবং পরিষেবা নিয়ে উপস্থিত হয়েছে এগুলি। এরপাশাপাশি Huawei কোম্পানি একটি নতুন ইয়ারবাডও লঞ্চ করেছে যেটি হলো-Huawei FreeBuds Pro 4 । ইয়ারবাডটি ANC অর্থাৎ সক্রিয় শব্দ বাতিল করণ প্রযুক্তিকে সমর্থন করে
আধুনিক ডিজাইন সমৃদ্ধ Huawei Mate XT Ultimate Design-ফোনটি তিনটি ভাঁজযুক্ত ফোল্ডবল ফোন হিসেবে লঞ্চ করা হয়েছিল। ফোনটি নিশ্চিতভাবে এক অপূর্ব হ্যান্ডসেট রূপে আবির্ভূত হয়েছিল তবে বর্তমানে এটির টেকশই থাকার ক্ষেত্রে প্রশ্ন উঠেছে।একটি ডুরাবিলিটি পরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে যে, হ্যান্ডসেটটি স্ক্র্যাচ প্রবণ হতে পারে।বর্তমানে এটি একটি আলোচিত বিষয়
লঞ্চ হয়ে গেলো একটি নতুন আকর্ষণীয় স্মার্টওয়াচ Huawei Watch GT 5 pro। স্মার্টওয়াচটি দুটি আকারের বিকল্পে উন্মোচিত হয়েছে যার মধ্যে একটি হলো 46 মিমি এবং অন্যটি 42 মিমি। ঘড়িটি দুটো অসাধারণ রঙের বিকল্পে পাওয়া যাবে। ঘড়িগুলিতে AMOLEAD স্ক্রীন যুক্ত করা হয়েছে। এটিতে বিভিন্ন স্বাস্থ্য অনুসরণ সম্পর্কিত বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে
ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে এই বিশেষ ক্যামেরা কাজ করবে। এর ফলে নির্দিষ্ট দূরত্ব থেকে যে কোন জিনিসের তামপাত্রা মাপা যাবে। অন্য যে কোন থার্মাল ক্যামেরার মতোই কাজ করবে এই বিশেষ ক্যামেরা। বুধবার এক অনুষ্ঠানে এই ফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি।