Photo Credit: Xiaomi
Xiaomi 15 Ultra Leica-টিউনড ক্যামেরা অফার করে
Xiaomi 15 Ultra গত বছরের মার্চে ভারতে Leica ব্র্যান্ডের ক্যামেরা ও ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite চিপসেটের সাথে লঞ্চ হয়েছিল। ফোনটির উত্তরসূরী Xiaomi 16 Ultra আত্মপ্রকাশ করতে এখনও হাতে বেশ ক'মাস বাকি, কিন্তু এর মধ্যেই হ্যান্ডসেটটির সম্পর্কে নানা তথ্য সামনে আসতে শুরু করছে। একটি সূত্র থেকে জানা গিয়েছে যে, Xiaomi 16 Ultra এর ক্যামেরা সিস্টেমে SmartSens সেন্সর ব্যবহার হতে পারে। শাওমি Sony LYT-900 সেন্সরের পরিবর্তে এটি ব্যবহার করবে বলে অনুমান করা হচ্ছে। Xiaomi 16 Ultra আগামী বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এটি সম্ভবত Snapdragon 8 Elite 2 প্রসেসর দ্বারা চালিত হবে।
টিপস্টার কার্তিকেয় সিং তার X (সাবেক টুইটার) পোস্টে দাবি করেছেন যে, Xiaomi 16 Ultra-তে SmartSens ক্যামেরা সেন্সর থাকতে পারে। Huawei Pura 80 Ultra-তে এমনই এক SC5A0CS ক্যামেরা সেন্সর রয়েছে, যা SmartSens দ্বারা তৈরি। এই 1 ইঞ্চি প্রাইমারি লেন্সটি শাওমির আপকামিং ফ্ল্যাগশিপেও ব্যবহার করা হতে পারে। সংস্থা Sony LYT-900 সেন্সরকে বাদ দিয়ে নতুন সেন্সরটি ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে।
Xiaomi 16 Ultra
— Kartikey Singh (@That_Kartikey) June 27, 2025
Xiaomi × SmartSens
উল্লেখ্য, Xiaomi এতদিন তাদের ফ্ল্যাগশিপ ফোনে Sony, Samsung এবং OmniVision-এর তৈরি ক্যামেরা সেন্সর ব্যবহার করছে। তবে নতুন রিপোর্ট সত্যি হলে, টেক জায়ান্টটিটি বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে। উল্লেখ্য, Xiaomi 15 Ultra লেইকা সমর্থিত কোয়াড রিয়ার ক্যামেরা অফার করে, যার প্রাইমারি 50 মেগাপিক্সেল প্রাইমারি Sony LYT-900 সেন্সর অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করে।
এছাড়া, ক্যামেরা সিস্টেমে একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল Sony IMX858 টেলিফটো ক্যামেরা এবং 200 মেগাপিক্সেল ISOCELL HP9 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। আগামী বছরের শুরুতে, Xiaomi 16 Ultra নিয়ে একটা পরিস্কার চিত্র পাওয়া যাবে, কারণ 2026 সালের প্রথম দিকে লঞ্চ হওয়ার কথা। আসন্ন ফ্ল্যাগশিপ ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite 2 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi 15 Ultra ফেব্রুয়ারিতে চীনে লঞ্চ হয়েছিল এবং মার্চ মাসে ভারতে আসে। এতে 6.73-ইঞ্চি WQHD+ (1,440x3,200 পিক্সেল) কোয়াড কার্ভড LTPO AMOLED স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট 120Hz। এটি Snapdragon 8 Elite প্রসেসরে চলে, যার সাথে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ যুক্ত। ফোনের পিছনে Leica-টিউনড কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে।
অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে। এতে 90W তারযুক্ত এবং 80W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,410mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ধুলো ও জল প্রতিরোধের জন্য IP68 রেটিং বর্তমান। এটির 16GB RAM + 512GB স্টোরেজ অপশন উপলব্ধ ও দাম 1,09,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন