Huawei P40 Lite 5G’র দাম 399 ইউরো। ইতিমধ্যেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।
Huawei P40 Lite
অবশেষে লঞ্চ হল Huawei P40 Lite 5G। আপাতত ইউরোপে এই ফোন নিয়ে এসেছে চিনের কোম্পানিটি। থাকছে অক্টা-কোর প্রসেসর সহ Kirin 820 চিপসেট ও কোয়াড ক্যামেরা। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Huawei Nova 7 SE 5G। সেই ফোনের নাম বদলে ইউরোপের বাজারে লঞ্চ হল Huawei P40 Lite 5G।
Huawei P40 Lite 5G'র দাম 399 ইউরো। ইতিমধ্যেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। 28 মে বিক্রি শুরু হবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই ফোন প্রি-অর্ডার করলে একটি Huawei FreeBuds 3i বিনামূল্যে পাওয়া যাবে।
Huawei P40 Lite 5G-তে 6.5 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে Kirin 820 চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ। এই ফোনে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। Huawei P40 Lite 5G-র ওজন 189 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Homebound Now Available for Streaming on Netflix: What You Need to Know