10-ইঞ্চির ডিসপ্লে দ্বারা সজ্জিত হয়ে আসতে পারে স্যামসাংয়ের নতুন ট্রি-ফোল্ড হ্যান্ডসেট
Photo Credit: Huawei
হুয়াওয়ে মেট এক্সটি আলটিমেট ডিজাইন বর্তমানে বাজারে একমাত্র ট্রাই-ফোল্ড ফোন
Huawei-কোম্পানি বিগত বছরে বিশ্বের প্রথম ট্রিপল স্ক্রিন যুক্ত ফোল্ডবল স্মার্টফোন লঞ্চ করে স্মার্টফোন কোম্পানীগুলোকে চমকে দিয়েছিল। বর্তমান স্যামসাং কোম্পানি তাদের ট্রি-ফোল্ড ফোনের উন্মোচনের দ্বারা এটির প্রতিউত্তর দিতে প্রস্তুত। এই দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থাটি 2025 সালের গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানটিতে প্রথম তাদের মাল্টি-ফোল্ড ফোনটি টিজ করেছে। বর্তমানে অনলাইনের মাধ্যমে ডিভাইসটির সম্ভাব্য নম সম্পর্কিত তথ্য লক্ষ্য করা গিয়েছে। স্যামসাংয়ের ট্রি-ফোল্ড ফোনটি একটি 10-ইঞ্চির ডিসপ্লে আনতে পারে।
টিপস্টার Yeux 1122 দক্ষিণ কোরিয়ান ব্লগ “Never” এ বলেছে যে, স্যামসাংয়ের মাল্টি-ফোল্ড ফোনটির নাম কোম্পানির Z-ফোল্ড সিরিজের নামের প্যাটার্ন অনুসরণ করে “ Galaxy G Fold” হতে পারে। অভ্যন্তরীণ সূত্র এবং ডিসপ্লে বিশেষক Ross Young-এর উদ্ধৃতি দিয়ে টিপস্টার জানিয়েছে যে, হ্যান্ডসেটটি পরের বছর জানুয়ারি মাসে লঞ্চ করা হতে পারে।
স্যামসাং-এর আলোচিত হ্যান্ডসেটটিতে একটি 9.96 ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে মনে করা হচ্ছে, যেটি গ্যালাক্সী Z-ফোল্ড 6-এর 7.6-ইঞ্চির স্ক্রিনের থেকে বড়। এটি ভাঁজ হয়ে থাকার সময় 6.54-ইঞ্চির হতে পারে। স্যামসাংয়ের ট্রি-ফোল্ড ফোনটির ফোল্ডিং করার প্রক্রিয়াটি Huawei Mate XT Ultimate Design-এর থেকে আলাদা হবে বলে মনে করা হচ্ছে। আসন্ন হ্যান্ডসেটটির ফোল্ডিং প্রক্রিয়াটি ফোনটির ডিসপ্লেটিকে দুই দিক থেকেই ভিতরের দিকে ভাঁজ হতে দেবে বলে মনে করা হচ্ছে।
ব্লগটির পোস্টে আলোচিত ফোনটির ওজনের ক্ষেত্রে “H”-এর মত একইরকম বলে উল্লেখ করা হয়েছে, যা দেখে মনে হচ্ছে এটি Huawei-এর Mate XT Ultimate Design-টি সম্পর্কে উল্লেখ করেছে। যাই হোক স্যামসাং-এর এই ট্রি-ফোল্ড ফোনটি সামান্য মোটা হবে বলে টিজ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী আলোচিত ফোনটিতে একদম নতুন ও উন্নতমানের ডিসপ্লে এবং সুরক্ষামূলক ফিল্মগুলির ব্যবহার করা হবে।
কোম্পানির প্রোডাক্ট হেড এবং এক্সপিরিয়েন্স অফিসের প্রধান Jay Kim, সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া 2025-সালের গ্যালাক্সী আনপ্যাকড ইভেন্টে কোম্পানির বহু আলোচিত ট্রি-ফোল্ডিং ফোনটির এক ঝলক দেখান। ব্র্যান্ডটি ট্রিপল-ফোল্ডিং ফোনটির 3,00,000 ইউনিট (অথবা কম) উৎপাদন করতে পারে যার ফলে এটির দাম বেশি হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Images of Interstellar Object 3I/ATLAS Show a Giant Jet Shooting Toward the Sun
NASA’s Europa Clipper May Cross a Comet’s Tail, Offering Rare Glimpse of Interstellar Material
Newly Found ‘Super-Earth’ GJ 251 c Could Be One of the Most Promising Worlds for Alien Life
New Fossil Evidence Shows Dinosaurs Flourished Until Their Final Days