আকর্ষনীয় ডিজাইন এবং রঙের সাথে উন্মোচিত হয়েছে Huawei Watch Fit 3

Huawei Watch Fit 3 স্মার্টওয়াচটির ব্যাটারিটি 10 দিন পর্যন্ত চলতে পারে

আকর্ষনীয় ডিজাইন এবং রঙের সাথে উন্মোচিত হয়েছে Huawei Watch Fit 3

Photo Credit: Huawei

হুয়াওয়ে ওয়াচ ফিট ৩ একটি ঘূর্ণায়মান, কার্যকরী মুকুট দিয়ে সজ্জিত

হাইলাইট
  • Huawei Watch Fit 3-এর স্ক্রিন সর্বোচ্চ 1500নিট পর্যন্ত উজ্জ্বলতা সমর্থন
  • এই স্মার্টওয়াচে একটি PPG সেন্সর কয়েছে যেটির সম্ভাব্য A-Fib পর্যবেক্ষণ
  • Huawei Watch Fit 3 তে একটি 400mAh ব্যাটারী আছে
বিজ্ঞাপন

ভারতে লঞ্চ করা হয়েছে Huawei Watch Fit 3। এই স্মার্টওয়াচটিতে একটি 1.82-ইঞ্চির আয়তকার ডিসপ্লে, 5ATM অবধি জলরোধী রেটিং, এবং ব্লুটুথ কল করার সুবিধা আছে। দাবি করা হয়েছে যে, একবার চার্জে এটি প্রায় 10দিন পর্যন্ত চলতে পারে এবং এতে একটি ফাংশনাল ক্রাউনও আছে। এই স্মার্ট ওয়্যারাবলটি আন্ড্রয়েড এবং iOS, দুটি প্ল্যাটফর্মেই কাজ করে। যদি ফোনটি সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে ব্যবহারকারীরা এই Watch Fit 3 থেকেই গান চালানো, বন্ধ করা বা ক্যামেরার নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়াও আরো স্বাস্থ্য ও সুস্থতা সম্বন্ধিত ফিচারও রয়েছে।

ভারতে Huawei Watch Fit 3-র দাম

ভারতে Huawei Watch Fit 3-এর দাম শুরু হচ্ছে 14999 টাকা থেকে। ফ্লিপকার্ট তালিকা অনুযায়ী, এটি গ্রীন, মিডনাইট ব্ল্যাক, মুন হোয়াইট, এবং নেবুলা পিংক রঙের বিকল্পে পাওয়া যাবে। অন্যদিকে, 15999টাকায় একটি স্পেস-গ্রে ও গ্রে-নাইলনের স্ট্র্যাপের সাথেও পাওয়া যাবে।
এই মুহূর্তে Huawei Watch Fit 3-এর সব বিকল্পগুলো অ্যামাজনে ছাড়ের সাথে 10999 টাকায় পাওয়া যাচ্ছে। তবে এটি সীমিত সময়ের অফার হতে পারে।

Huawei Watch Fit 3-এর বৈশিষ্টসমূহ:

Huawei Watch Fit 3-এ একটি 60 Hz রিফ্রেশ-রেট সহ 1.82 ইঞ্চির আয়তকার AMOLED ডিসপ্লে আছে, যেটির স্ক্রিন-টু-বডি রেশিও 77.4%, 480×408 পিক্সেল রেজোলিউশন, 347-PPI পিক্সেল ডেনসিটি, সর্বোচ্চ 1500নিট উজ্জ্বলতা এবং সবসময় অন ডিসপ্লের সমর্থন আছে।

এই স্মার্টওয়াচে হৃৎস্পন্দন, SpO2 লেভেল (রক্তে অক্সিজেন), ও শ্বাস-প্রশ্বাসের হার পরিমাপ সাথেই Menstrual cycle আর ঘুম ট্র্যাক করার সুবিধাও থাকছে। এতে থাকা PPG সেন্সর ব্যবহারকারীর A-fib (Atrial fibrillation) এবং আগেই হার্টবিট হওয়ার সম্ভাবনা পর্যবেক্ষণ করতে সাহায্য করে। এছাড়াও, ক্যালোরি ইনটেক ট্র্যাক করে পুষ্টিগত বিশ্লেষণও করে দেয়। দীর্ঘক্ষণ বসে থাকলে এটি ব্যবহারকারীকে নড়াচড়া করার জন্য সতর্কবার্তা দেয়। এটির মধ্যেই GPS যুক্ত করা আছে এবং বেশ কিছু Workout মোড আগে থেকেই সেট করা আছে।

Huawei Watch Fit 3-এ 400mAh ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে সর্বোচ্চ 10-দিন পর্যন্ত চলতে পারে বলে দাবি করা হয়েছে। তবে সাধারণ ব্যবহারে এটি প্রায় 7-দিন এবং সবসময় অন ডিসপ্লে চালু থাকলে প্রায় ৪-দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে।

কোম্পানির তরফে Huawei Watch Fit 3-এ ব্লুটুথ কলিং-এর সমর্থন থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। ব্যবহারকারীরা স্মার্টওয়াচ থেকে ফোনের গান চালানো ও ক্যামেরার শাটার নিয়ন্ত্রণ করতে পারবে। এই স্মার্টওয়াচে 5-ATM জলরোধী রেটিং রয়েছে। Watch Fit 3-তে একটি কার্যকরী, ঘোরানো যায় এমন ক্রাউন আছে, যার নিচের ডানদিকে আরেকটি ফাংশন বোতাম দেওয়া হয়েছে। ঘড়িটির পুরুত্ব 9.9-মিমি এবং ওজন মাত্র 26-গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পেন্সিলের থেকেও পাতলা ফোন Motorola Edge 70 ভারতে লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্ধর্ষ ফিচার্স রয়েছে
  2. OnePlus 15R: ওয়ানপ্লাসের 7,400mAh ব্যাটারি-যুক্ত স্মার্টফোনের দাম ভারতে লঞ্চ হওয়ার আগেই ফাঁস হল
  3. Redmi Note 15 5G মিড-রেঞ্জে বড় ধামাকা নিয়ে ভারতে আসছে, ব্যাটারি চলবে 5 বছর!
  4. Samsung বছরের সেরা অফার আনল, 42,000 টাকারও বেশি ছাড়ে বিক্রি হচ্ছে এই ফোন
  5. মিসড কল মেসেজ সহ একঝাঁক নতুন ফিচার আনল WhatsApp, স্ট্যাটাস ও চ্যাটেও বিরাট পরিবর্তন
  6. Realme Narzo 90 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, সস্তায় সেরা ফিচার পাবেন
  7. Vivo S50 স্মার্টফোনের জগতে ঝড় তুলতে আসছে, যেমন ক্যামেরা, তেমন প্রসেসর ও ব্যাটারি
  8. Samsung গ্রাহকদের অভিযোগ মেনে নিয়ে স্মার্টফোনের প্রধান সমস্যা মেটাতে চলেছে
  9. Nothing Phone 4a এবং Phone 4a Pro স্মার্টফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, ফিচার্স কেমন দেখে নিন
  10. Poco M8 Pro: বাজেটে দুর্দান্ত ফোন আনছে পোকো, বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে 100W ফাস্ট চার্জিং
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »