Dubstep Buzz X7, Buzz X8, এবং Buzz X9 TWS ইয়ারবাডসের দাম 499 টাকা থেকে শুরু হচ্ছে।
Photo Credit: Dubstep
Dubstep Buzz X9 offers a battery life of 60 hours.
Nu Republic কোম্পানির মালিকানাধীন ফাস্ট-ফ্যাশন কনজিউমার টেক ব্র্যান্ড Dubstep ভারতীয় ক্রেতাদের বাজেটের কথা মাথায় রেখে একদম সস্তায় তিনটি ট্রু ওয়্যারলেস (TWS) ইয়ারবাডস এবং দু'টি ওয়্যারলেস পোর্টেবল স্পিকার লঞ্চ করেছে। সংস্থাটি নিয়ে এসেছে Dubstep Buzz X7, Dubstep Buzz X8, এবং Dubstep Buzz X9 TWS ইয়ারবাডস। অন্য দিকে, ওয়্যারলেস স্পিকারের মধ্যে রয়েছে Dubstep Pop 1200 এবং Dubstep Pop 1400। নতুন ডিভাইসগুলির দাম মাত্র 499 টাকা থেকে শুরু হচ্ছে। প্রতিটি প্রোডাক্ট এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে বেস-হেভি মিউজিক শোনা কিংবা ইমার্সিভ অডি অভিজ্ঞতা পাওয়া যায়।
Dubstep Buzz X9 ইয়ারবাডস 60 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম প্রদান করবে বলে জানিয়েছে কোম্পানি। এটি বেস-প্রেমী মানুষদের জন্য উপযুক্ত। এটি ডুয়াল মোড ফাংশন অফার করে — মিউজিক মোড ও গেম মোড। ফলে ব্যবহারকারীরা গান শোনা এবং গেম খেলার সময় ভিন্ন ধরনের অভিজ্ঞতা পাবেন। এতে 13 মিলিমিটার ড্রাইভার দেওয়া হয়েছ। এতে ব্লুটুথ v5.4 ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে। ইয়ারবাডসের দাম 499 টাকা রাখা হয়েছে।
Dubstep Buzz X8 মডেলে সর্বাধিক 56 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ মিলবে। ফলে ঘনঘন চার্জ দিতে হবে না। এতে 13 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার, টাচ কন্ট্রোল, এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC), ডুয়াল মাইক্রোফোন, টাইপ-সি পোর্ট, ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট বৈশিষ্ট্য রয়েছে। এই ইয়ারবাডসের দামও 699 টাকা রেখেছে কোম্পানি।
Dubstep Buzz X7 ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসের দাম 699 টাকা রাখা হয়েছে। এটি ENC, 13 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার, XBass টেকনোলজি, টাইপ সি চার্জিং পোর্ট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ও 56 ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইমের সাথে এসেছে।
Dubstep Pop 1400 স্পিকারে 52 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার রয়েছে, যা 14 ওয়াট সাউন্ড আউটপুট দেয়। এটি ব্লুটুথের মাধ্যমে TWS পেয়ারিং সাপোর্ট করে। এটি 16 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক শোনাবে। এই পোর্টেবল স্পিকারের দাম 699 টাকা রেখেছে কোম্পানি।
অন্য দিকে, Dubstep Pop 1200 স্পিকারের 52 মিলিমটার ড্রাইভার 12 ওয়াট সাউন্ড আউটপুট উৎপন্ন করতে সক্ষম। এতেও 16 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং TWS পেয়ারিং সাপোর্ট আছে। দাম রাখা হয়েছে 599 টাকা। Dubstep-এর নতুন পণ্যগুলি সংস্থার অফিসিয়াল ওয়েবসাটের পাশাপাশি Flipkart, Blinkit, Zepto, Instamart, ও Big Basket-এর মতো শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Life Is Strange Game From Square Enix Leaked After PEGI Rating Surfaces