Dubstep জলের দরে TWS ইয়ারবাডস ও ব্লুটুথ স্পিকার বাজারে আনল, দাম 500 টাকারও কম

Dubstep Buzz X7, Buzz X8, এবং Buzz X9 TWS ইয়ারবাডসের দাম 499 টাকা থেকে শুরু হচ্ছে।

Dubstep জলের দরে TWS ইয়ারবাডস ও ব্লুটুথ স্পিকার বাজারে আনল, দাম 500 টাকারও কম

Photo Credit: Dubstep

Dubstep Buzz X9 offers a battery life of 60 hours.

হাইলাইট
  • Dubstep-এর TWS ইয়ারবাডস ও ব্লুটুথ স্পিকারের দাম 499 টাকা থেকে শুরু
  • Dubstep Buzz X9 ইয়ারবাডস 60 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে
  • Dubstep Pop 1400 স্পিকারে 52 মিমি ডাইনামিক ড্রাইভার রয়েছে
বিজ্ঞাপন

Nu Republic কোম্পানির মালিকানাধীন ফাস্ট-ফ্যাশন কনজিউমার টেক ব্র্যান্ড Dubstep ভারতীয় ক্রেতাদের বাজেটের কথা মাথায় রেখে একদম সস্তায় তিনটি ট্রু ওয়্যারলেস (TWS) ইয়ারবাডস এবং দু'টি ওয়্যারলেস পোর্টেবল স্পিকার লঞ্চ করেছে। সংস্থাটি নিয়ে এসেছে Dubstep Buzz X7, Dubstep Buzz X8, এবং Dubstep Buzz X9 TWS ইয়ারবাডস। অন্য দিকে, ওয়্যারলেস স্পিকারের মধ্যে রয়েছে Dubstep Pop 1200 এবং Dubstep Pop 1400। নতুন ডিভাইসগুলির দাম মাত্র 499 টাকা থেকে শুরু হচ্ছে। প্রতিটি প্রোডাক্ট এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে বেস-হেভি মিউজিক শোনা কিংবা ইমার্সিভ অডি অভিজ্ঞতা পাওয়া যায়।

Dubstep Buzz X9 ফিচার্স ও দাম

Dubstep Buzz X9 ইয়ারবাডস 60 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম প্রদান করবে বলে জানিয়েছে কোম্পানি। এটি বেস-প্রেমী মানুষদের জন্য উপযুক্ত। এটি ডুয়াল মোড ফাংশন অফার করে — মিউজিক মোড ও গেম মোড। ফলে ব্যবহারকারীরা গান শোনা এবং গেম খেলার সময় ভিন্ন ধরনের অভিজ্ঞতা পাবেন। এতে 13 মিলিমিটার ড্রাইভার দেওয়া হয়েছ। এতে ব্লুটুথ v5.4 ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে। ইয়ারবাডসের দাম 499 টাকা রাখা হয়েছে।

Dubstep Buzz X8 ফিচার্স ও দাম

Dubstep Buzz X8 মডেলে সর্বাধিক 56 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ মিলবে। ফলে ঘনঘন চার্জ দিতে হবে না। এতে 13 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার, টাচ কন্ট্রোল, এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC), ডুয়াল মাইক্রোফোন, টাইপ-সি পোর্ট, ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট বৈশিষ্ট্য রয়েছে। এই ইয়ারবাডসের দামও 699 টাকা রেখেছে কোম্পানি।

Dubstep Buzz X7 ফিচার্স ও দাম

Dubstep Buzz X7 ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসের দাম 699 টাকা রাখা হয়েছে। এটি ENC, 13 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার, XBass টেকনোলজি, টাইপ সি চার্জিং পোর্ট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ও 56 ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইমের সাথে এসেছে।

Dubstep Pop 1400 ও Pop 1200 ফিচার্স, দাম

Dubstep Pop 1400 স্পিকারে 52 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার রয়েছে, যা 14 ওয়াট সাউন্ড আউটপুট দেয়। এটি ব্লুটুথের মাধ্যমে TWS পেয়ারিং সাপোর্ট করে। এটি 16 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক শোনাবে। এই পোর্টেবল স্পিকারের দাম 699 টাকা রেখেছে কোম্পানি।

অন্য দিকে, Dubstep Pop 1200 স্পিকারের 52 মিলিমটার ড্রাইভার 12 ওয়াট সাউন্ড আউটপুট উৎপন্ন করতে সক্ষম। এতেও 16 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং TWS পেয়ারিং সাপোর্ট আছে। দাম রাখা হয়েছে 599 টাকা। Dubstep-এর নতুন পণ্যগুলি সংস্থার অফিসিয়াল ওয়েবসাটের পাশাপাশি Flipkart, Blinkit, Zepto, Instamart, ও Big Basket-এর মতো শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO 15R বাজেটের মধ্যে দ্রুততম ফোন হতে পারে, কত টাকা দাম হবে দেখে নিন
  2. দেশের প্রথম 10,001mAh ব্যাটারির ফোন Realme P4 Power 5G আগামীকাল লঞ্চ হচ্ছে, দাম কত হবে জেনে নিন
  3. Aadhaar App: বাড়ি বসে এক ক্লিকে হবে আধারের ফোন নম্বর ও ঠিকানা আপডেট, হাজির কেন্দ্রের নতুন অ্যাপ
  4. 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে আসতে পারে Xiaomi 17 Max, লঞ্চ কবে জেনে নিন
  5. Android ডিভাইসের জন্য নতুন ফিচার্স আনল Google, ফোন চুরি বা হারালেও আর ভয় নেই
  6. WhatsApp বিশেষ সিকিউরিটি ফিচার আনল, হ্যাকারদের চেষ্টা হবে ব্যর্থ, এক ক্লিকেই সুরক্ষিত থাকবে অ্যাকাউন্ট
  7. Oppo গড়তে চলেছে রেকর্ড? এক ফোনেই এবার 200 মেগাপিক্সেলের জোড়া ক্যামেরা
  8. 6,000mAh ব্যাটারির সাথে Samsung Galaxy A07 5G সস্তায় ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  9. iQOO 15R স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, 200MP ক্যামেরা ও 7,600mAh ব্যাটারি থাকতে পারে
  10. Hybrid ATM: এটিএম থেকেই তোলা যাবে 10, 20, 50 টাকার নোট, খুচরোর কষ্ট শেষ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »