নতুন Huawei Y9s-এ থাকছে অপ-আপ সেলফি ক্যামেরা। Kirin 710F চিপসেটের সঙ্গেই এই ফোনে 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে চিনের সংস্থাটি।
Huawei Y9s ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে
মিডরেঞ্জ সেগমেন্টে আরও একটা ফোন নিয়ে এল Huawei। নতুন Huawei Y9s-এ থাকছে অপ-আপ সেলফি ক্যামেরা। Kirin 710F চিপসেটের সঙ্গেই এই ফোনে 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে চিনের সংস্থাটি। সীমিত সংখ্যায় সবুজ ও কমলা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
6GB RAM + 128GB স্টোরেজে Huawei Y9s-এর দাম 19,990 টাকা। 19 মে শুধুমাত্র Amazon থেকে এই ফোন পাওয়া যাবে।
Honor 9X Pro-তে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 9.1 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.59 ইঞ্চি FHD+ ডিসপ্লে। সঙ্গে রয়েছে Kirin 710F চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ।
Honor 9X Pro'র পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সঙ্গে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Wi-Fi 802.11b/g/n, 4G LTE, Bluetooth 4.2, GPS/A-GPS, Glonass, USB Type-C। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 4,000 mAh ব্যাটারির এই ফোনের ওজন 206 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme Neo 8 Launched With Snapdragon 8 Gen 5 Chip, 8,000mAh Battery: Price, Features
Amazon Great Republic Day Sale: Best Deals on Robot Vacuum Cleaners