ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে এই বিশেষ ক্যামেরা কাজ করবে। এর ফলে নির্দিষ্ট দূরত্ব থেকে যে কোন জিনিসের তামপাত্রা মাপা যাবে। অন্য যে কোন থার্মাল ক্যামেরার মতোই কাজ করবে এই বিশেষ ক্যামেরা। বুধবার এক অনুষ্ঠানে এই ফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি।
Photo Credit: Weibo
Honor Play 4
করোনাভাইরাসের জন্য স্তব্ধ গোটা বিশ্ব। এই কারণেই সম্প্রতি থার্মাল ক্যামেরার চাহিদা বেড়েছে। থার্মাল ক্যামেরা ব্যবহার করে নির্দিষ্ট দূরত্ব থেকেই যে কোন মানুষ অথবা অন্য কোন জিনিসের তাপমাত্রা মাপা সম্ভব। এবার থার্মাল ক্যামেরা সহ নতুন স্মার্টফোন আনছে Honor। Honor Play 4 সিরিজে ফোনগুলিতে থাকবে এই ক্যামেরা। শীঘ্রই চিনে এই ফোন লঞ্চ হবে।
ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে এই বিশেষ ক্যামেরা কাজ করবে। এর ফলে নির্দিষ্ট দূরত্ব থেকে যে কোন জিনিসের তামপাত্রা মাপা যাবে। অন্য যে কোন থার্মাল ক্যামেরার মতোই কাজ করবে এই বিশেষ ক্যামেরা। বুধবার এক অনুষ্ঠানে এই ফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি।
করোনাভাইরাসের কারণে স্মার্টফোনে থার্মাল ক্যামেরা থাকলে নিঃসন্দেহে সেই ফোনের চাহিদা বাড়বে। অন্য এক রিপোর্টে জানা গিয়েছে Honor Play 4 সিরিজের ফোনে থাকছে Kirin 990 চিপসেট, 40W ফাস্ট চার্জিং ও কোয়াড রিয়ার ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo V70 Series Price in India, Design and Launch Timeline Leaked: Expected Specifications, Features