এই সপ্তাহের শুরুতেই প্যারিসে এক ইভেন্টে লঞ্চ হয়েছে Huawei P30 আর P30 Pro। ফ্ল্যাগশিপ সিরিজের এই দুটি ফোন লঞ্চ হলেও এই ইভেন্টে এই সিরিজের মডরেঞ্জ Huawei P30 Lite ফোনটি লঞ্চ করেনি চিনের কোম্পানিটি। সম্প্রতি ফিলিপিন্সে Huawei P30 Lite ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। Huawei P30 ফোনের মতোই Huawei P30 Lite ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। তবে আলাদা সেন্সার ব্যবহার হয়েছে। এছাড়াও Huawei P30 Lite ফোনে থাকছে Kirin 710 চিপসেট। প্রসঙ্গত Huawei P30 আর P30 Pro ফোনে রয়েছে কোম্পানির ফ্ল্যাগশিপ Kirin 980 চিপসেট।
ফিলিপিন্সে Huawei P30 Lite ফোনের দাম 16,990 ফিলিপিন পিসো (প্রায় 22,200 টাকা)। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। প্রি-অর্ডার শুরু হলেও ফিলিপিন্সে 4 এপ্রিল থেকে বিক্রি শুরু হবে Huawei P30 Lite।
Huawei P30 Lite ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির EMUI 9.0.1 স্কিন। ফোনের উপরে রয়েছে একটি 6.15 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে। P30 Lite ফোনের ভিতরে থাকছে Kirin 710 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Huawei P30 Lite ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Huawei P30 Lite ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Huawei P30 Lite ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB পোর্ট। থাকছে একটি 3,340 mAh ব্যাটারি আর ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন