লঞ্চ হল Huawei Y6 Prime (2019)। বৃহস্পতিবার পাকিস্তানে এই ফোন লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। Huawei Y6 Prime (2019) ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio A22 চিপসেট আর 3,020 mAh ব্যাটারি। কম আলোতে উজ্জ্বল ছবি তুলতে Y6 Prime (2019) ফোনে সেলফি ক্যামেরার সাথে থাকছে ফ্ল্যাশ।
ইতিমধ্যেই পাকিস্তানে Huawei Y6 Prime (2019) বিক্রি শুরু হয়েছে। পাকিস্তানে Y6 Prime (2019) এর দাম 21,499 পাকিস্তানি রুপি (প্রায় 10,600 টাকা)।
ডুয়াল সিম Huawei Y6 Prime (2019) ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.09 ইঞ্চি HD+ (720x1520 পিক্সেল) ফুল ভিউ ডিউ ড্রপ ডিসপ্লে প্যানেল। ফোনের ভেতরে থাকছে MediaTek Helio A22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ। তবে এই ফোনে কি প্রসেসর ব্যবহার হয়েছে তা জানা যায়নি।
ছবি তোলার জন্য Y6 (2019) ফোনে থাকছে একটি 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ক্যামেরা ব্যবহার করেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে। সেলফি ক্যামেরা সাথেই থাকবে একটি ফ্ল্যাশ।
কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, GPS, Glonass, BDS, Bluetooth, Micro USB, Wi-Fi Direct আর Wi-Fi Hot Spot। Y6 (2019) ফোনের ভিতরে একটি 3,020mAh ব্যাটারি ব্যবহার করেছে Huawei। এই ফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট পাওয়ার ম্যানেজমেন্ট টেকনোলজি ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন