গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Infinix Hot 9 ও Infinix Hot 9 Pro। এর মধ্যে শুক্রবার বিক্রি শুরু হল Infinix Hot 9 Pro। এই দুই ফোনের পিছনের ক্যামেরায় সামান্য পার্থক্য রয়েছে। Infinix Hot 9 Pro-তে রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। অন্যদিকে Infinix Hot 9-এ রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। দুটি ফোনেই হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। সঙ্গে রয়েছে Helio P22 অক্টা-কোর প্রসেসর।
Infinix Hot 9 Pro'র দাম 9,499 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Flipkart থেকে এই দুই ফোন পাওয়া যাবে। আজ দুপুর 12 টায় বিক্রি শুরু হচ্ছে Infinix Hot 9 Pro।
Infinix Hot 9 ও Infinix Hot 9 Pro তে ডুয়াল সিম সাপোর্ট থাকছে। এই দুই ফোনে রয়েছে 6.6 ইঞ্চি হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর Helio P22 চিপসেট, 4GB RAM ও 64GB স্টোরেজ।
Infinix Hot 9 Pro-তে 48 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। অন্যদিকে Infinix Hot 9-এ রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই দুই ফোনে রয়েছে Bluetooth v5, 3.5 মিমি অডিও জ্যাক, এফএম রেডিও, USB OTG, VoWiFi ও Micro USB পোর্ট। দুটি ফোনেই রয়েছে 5,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন