সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Infinix S4। লঞ্চের সময় 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাচ্ছিল। এবার 4GB RAM + 64GB স্টোরেজে ভারতে এল Infinix S4। এই ফোনে রয়েছে MediaTek Helio P22 চিপসেট, 6.21 ইঞ্চি ডিসপ্লে, Android Pie অপারেটিং সিস্টেম, 32 মেগাপিক্সেল সেলফি ক্যমেরা আর 4,000 mAh ব্যাটারি।
4GB RAM + 64GB স্টোরেজে Infinix S4 এর দাম 10,999 টাকা। তবে শুরুতে Flipkart থেকে 8,999 টাকায় এই ফোন পাওয়া যাবে। অন্যদিকে বেস ভেরিয়েন্টে 3GB RAM + 3GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 7,999 টাকা।
ডুয়াল সিম Infinix S4 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.21 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek Helio P22 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64 GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Infinix S4 ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য Infinix S4 ফোনে থাকছে Bluetooth v5, Micro-USB পোর্ট, Wi-Fi 802.11 a/b/g/n, 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। Infinix S4 এর ওজন 155 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন