ভারতে দামী হল বিভিন্ন iPhone। 2020 সালের বাজেটে বেসিক কাস্টম ডিউটি বাড়িয়েছিল কেন্দ্র। সেই কারণে iPhone 11 Pro সিরিজ ও iPhone 8 সিরিজের দাম বেড়েছে। সম্প্রতি Gadgets 360 কে এই খবর নিশ্চিত করেছে Apple। যদিও iPad, Apple Watch ও Mac কম্পিউটার ও ল্যাপটপের দামে পরিবর্তন হয়নি।
এবার 1,11,200 টাকা থেকে iPhone 11 Pro Max এর দাম শুরু হচ্ছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 64GB স্টোরেজ থাকছে। 256GB স্টোরেজে এই ফোন কিনতে 1,25,200 টাকা ও 512GB স্টোরেজে এই ফোন কিনতে 1,43,200 টাকা খরচ হবে। আগে 1,09,900 টাকা থেকে iPhone 11 Pro Max পাওয়া যেত।
1,300 টাকা দাম বেড়ে এবার 64GB স্টোরেজে iPhone 11 Pro কিনতে 1,01,200 টাকা খরচ হবে। 256GB ও 512GB স্টোরেজে এই ফোন কিনতে যথাক্রমে 1,15,200 টাকা ও 1,33,200 টাকা খরচ করতে হবে। আগে iPhone 11 Pro 64GB মডেলের দাম ছিল 99,900 টাকা।
এছাড়াও ভারতে iPhone 8 -এর দাম বেড়েছে। 64GB স্টোরেজে এই ফোন কিনতে 40,500 টাকা খরচ হবে। 128GB স্টোরেজে iPhone 8 এর দাম বেড়ে হয়েছে 45,500 টাকা। অন্যদিকে 64GB স্টোরেজে iPhone 8 Plus কিনতে কিনতে 50,600 টাকা খরচ হবে। 128GB স্টোরেজে এই ফোন কেনার খরচ বেড়ে হয়েছে 55,600 টাকা।
মডেল | নতুন দাম (টাকা) | পুরনো দাম (টাকা) |
---|---|---|
iPhone 11 Pro Max 64GB | 1,11,200 | 1,09,900 |
iPhone 11 Pro Max 256GB | 1,25,200 | 1,23,900 |
iPhone 11 Pro Max 512GB | 1,43,200 | 1,41,900 |
iPhone 11 Pro 64GB | 1,01,200 | 99,900 |
iPhone 11 Pro 256GB | 1,15,200 | 1,13,900 |
iPhone 11 Pro 512GB | 1,33,200 | 1,31,900 |
iPhone 8 Plus 64GB | 50,600 | 49,900 |
iPhone 8 Plus 128GB | 55,600 | 54,900 |
iPhone 8 64GB | 40,500 | 39,900 |
iPhone 8 128GB | 45,500 | 44,900 |
নতুন ভেরিয়েন্টে বিক্রি শুরু হল Samsung Galaxy S10 Lite
যদিও iPhone 11, iPhone XR ও iPhone 7 এর দাম বাড়ায়নি Apple। এখন ভারতেই এই ফোনগুলির যন্ত্রাংশ জোড়া লাগানো হয়।
ইতিমধ্যেই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই নতুন দামে iPhone বিক্রি শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় Amazon ও Flipkart থেকে পুরনো দামে এই ফোনগুলি পাওয়া যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন