অন্যান্য বছরের মতোই 2019 সালেও সেপ্টেম্বর মাসে নতুন iPhone লঞ্চ করবে Apple। ইতিমধ্যেই পরবর্তী জেনারেশানের iPhone এর স্পেসিফিকেশন সামনে আসতে শুরু করেছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে 2019 সালের দুটি নতুন iPhone এর একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছে।
জাপানের একটি ব্লগে জানানো হয়েছে 2019 সালের নতুন দুটি iPhone এর পিছনে থাকবে তিনটি করে ক্যামেরা। একটি ফোনে থাকবে 6.1 ইঞ্চি ডিসপ্লে, অন্য ফোনে থাকবে 6.5 ইঞ্চি ডিসপ্লে। 2018 সালে লঞ্চ হওয়া iPhone XS আর iPhone XS Max ফোনের মতোই নতুন দুটি iPhone এর ভিতরে থাকবে OLED ডিসপ্লে।
রিপোর্টে আরও জানানো হয়েছে নতুন iPhone ক্যামেরায় iPhone XR ক্যামেরায় থাকা লেন্সের থেকে বড় লেন্স ব্যবহার হয়েছে। দুটি ফোনের সাথেই থাকছে USB Type-C থেকে লাইটনিং অ্যাডাপটার। সাথে থাকছে একটি 18W USB Type-C চার্জার। দুটি ফোনেই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে।
অন্য একটি রিপোর্টে সম্প্রতি OnLeaks ওয়েবসাইটে নতুন iPhone এর তিনটি নতুন স্ক্রিন শট প্রকাশিত হয়েছিল। রিপোর্টে জানানো হয়েছিল এই ফোনগুলির নাম হতে চলেছে iPhone XIR, iPhone XIS আর iPhone XIS Max।
নতুন এই রিপোর্টের সত্যতা Gadgets 360 যাচাই করেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন