রবিবার শুরু হচ্ছে Amazon Great Indian Festival Sale। এই সেলে প্রায় সব বিভাগের বিভিন্ন প্রোডাক্ট সস্তা হবে। যে কোন অনলাইন সেলের মতোই এই সেলেও স্মার্টফোন ডিসকাউন্টে সবার নজর থাকবে।
Apple Event: iPhone 11 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Apple। iPhone 11 সিরিজের তিনটি ফোনের একটিতে LCD ডিসপ্লে থাকলেও দুটি ফোনে থাকবে OLED ডিসপ্লে। তিনটি নতুন iPhone এর সাথেই আজ লঞ্চ হতে পারে নতুন Apple Watch Series 5 আর iPad এর নতুন অপারেটিং সিস্টেম iPadOS এর স্টেবেল ভার্সান।
2019 সালে iPhone 11 সিরিজে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Apple। তিন ফোনের ভিতরে থাকবে লেটেস্ট A13 চিপ। তিনটি স্মার্টফোনের মধ্যে দুটি ফোনে OLED ডিসপ্লে থাকছে আর একটি ফোনে থাকবে LCD ডিসপ্লে।
2019 সালের নতুন দুটি iPhone এর পিছনে থাকবে তিনটি করে ক্যামেরা। একটি ফোনে থাকবে 6.1 ইঞ্চি ডিসপ্লে, অন্য ফোনে থাকবে 6.5 ইঞ্চি ডিসপ্লে। 2018 সালে লঞ্চ হওয়া iPhone XS আর iPhone XS Max ফোনের মতোই নতুন দুটি iPhone এর ভিতরে থাকবে OLED ডিসপ্লে।
iPad Air (2019) এ থাকছে একটি 10.5 ইঞ্চি LED ব্যাকলিট Retina ডিসপ্লে। iPad Air (2019) এর ভিতরে থাকছে A12 বায়োনিক চিপ। iPhone XS আর iPhone XS Max ফোনেও একই চিপ ব্যবহার হয়েছে। iPad mini (2019) ট্যাবলেটে থাকছে 7.9 ইঞ্চি LED ব্যাকলিট Retina ডিসপ্লে।
বিশ্বব্যাপী iPhone সেলে ভাঁটার কারনে সার্ভিসে জোড় দিতে চাইছে Apple। অনেক দিন ধরেই Apple এর ভিডিও স্ট্রিমিং সার্ভিস বাজারে আসার কথা শোনা যাচ্ছিল। এবার দিনের আলো দেখতে পারে এই সার্ভিস।
iPhone XR ফোনের ব্যার্থতার পরে আবার LCD ডিসপ্লে সহ iPhone তৈরীর খবর সামনে আসার পরে অবাক হয়েছেন অনেকে। এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি Apple।