Photo Credit: Twitter/ Ben Geskin
মঙ্গলবার ভারতীয় সময় রাত 10 টা 30 মিনিটে Apple Event শুরু হবে। ক্যালিফোর্নিয়ার স্টিভ জোবস থিয়েটারে আজ iPhone 11 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Apple। এই ফোনগুলি হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max। ইতিমধ্যেই এই তিন ফোনের একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছে। তবে এতদিন নতুন iPhone 11 সিরিজ ফোনের দাম সামনে আসেনি। Apple Special Event শুরুর কয়েক ঘন্টা আগে এই তিন ফোনের সম্ভাব্য দাম সামনে এল।
ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল iPhone 11 Pro আর iPhone 11 Pro Max
ডুয়াল ক্যামেরা আর লিকুইড রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল iPhone 11
চিনের এক সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট থেকে জানা গিয়েছে iPhone 11 এর দাম শুরু হবে 749 মার্কিন ডলার (প্রায় 53,600 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 64GB স্টোরেজ। 128GB আর 256GB স্টোরেজে iPhone 11 কিনতে যথাক্রমে 799 মার্কিন ডলার (প্রায় 57,200 টাকা) আর 899 মার্কিন ডলার (প্রায় 64,400 টাকা) খরচ হবে।
'অলওয়েস অন রেটিনা ডিসপ্লে' সহ লঞ্চ হল Apple Watch Series 5
iPhone 11 Pro এর দাম শুরু হচ্ছে 999 মার্কিন ডলার (প্রায় 71,600 টাকা) থেকে। এই ফোনের বেস ভেরিয়েন্টে থাকছে 128GB স্টোরেজ। 256GB আর 512GB স্টোরেজে iPhone 11 Pro কিনতে যথাক্রমে 1,099 মার্কিন ডলার (প্রায় 78,700 টাকা) আর 1,199 মার্কিন ডলার (প্রায় 85,900 টাকা) খরচ হবে।
iPhone 11 Pro Max এর দাম শুরু হচ্ছে 1,099 মার্কিন ডলার (প্রায় 78,700 টাকা) থেকে। এই ফোনের বেস ভেরিয়েন্টে থাকছে 128GB স্টোরেজ। 256GB আর 512GB স্টোরেজে iPhone 11 Pro Max কিনতে যথাক্রমে 1,199 মার্কিন ডলার (প্রায় 85,900 টাকা) আর 1,299 মার্কিন ডলার (প্রায় 93,000 টাকা) খরচ হবে।
রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল নতুন iPad (10.2 ইঞ্চি), দাম ও স্পেসিফিকেশন দেখে নিন
মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় স্থানীয় সময় সকাল 10 টায় (ভারতীয় সময় রাত 10 টা 30 মিনিট) Apple লঞ্চ ইভেন্ট শুরু হবে। Apple ওয়েবসাইট আর YouTube থেকে নতুন iPhone লঞ্চ সরাসরি দেখা যাবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন Gadgets 360 -র প্রতিনিধি। স্টিভ জোবস থিয়েটার থেকে সরাসরি নতুন iPhone এর সব খবর জানাতে থাকব আমরা। লঞ্চ ইভেন্ট সরাসরি দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।
কবে লঞ্চ হবে iOS 13 আর iPadOS? জানিয়ে দিল Apple
2019 সালে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে iPhone। এই ফোনগুলি হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Max। 2018 সালে লঞ্চ হওয়া iPhone XR এর মতোই iPhone 11 এ থাকতে পারে 6.1 ইঞ্চি এলসিডি ডিসপ্লে। iPhnone 11 Pro আর iPhone 11 Max ফোনে থাকতে পারে যথাক্রমে 5.8 ইঞ্চি আর 6.5 ইঞ্চি OLED ডিসপ্লে।
স্ট্রিমিং সার্ভিসের দুনিয়ায় ঝড়, মাসে 99 টাকায় লঞ্চ হল Apple TV+
2019 সালের তিনটি iPhone এ একাধিক ক্যামেরা থাকবে। iPhone 11 ফোনে থাকতে পারে দুটি ক্যামেরা। অন্যদিকে iPhone 11 Pro আর iPhone 11 Max ফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকতে পারে।
মাত্র 99 টাকায় কয়েকশো গেমের ডালি নিয়ে হাজির Apple Arcade
তবে তিনটি ফোনের ভিতরে একই প্রসেসর ব্যবহার করতে পারে Apple। 2019 সালে A13 চিপ ডিজাইন করছে Apple। iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Max ফোনের ভিতরে এই প্রসেসর ব্যবহার হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন