মঙ্গলবার লঞ্চ হল iPhone 11। কুপার্টিনোর স্টিভ জোবস থিয়েটারে একাধিক Apple প্রোডাক্ট ও সার্ভিসের সাথে লঞ্চ হয়েছে নতুন বাজেট আইফোন iPhone। এটা 2019 সালের বাজেট iPhone। 2018 সালে লঞ্চ হওয়া iPhone XR এর উত্তরসূরী iPhone 11। এই ফোনে রয়েছে একটি 6..1 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি A13 Bionic চিপ। আগের থেকে শক্তিশালী এই চিপে ভালো ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। এই ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। iPhone 11 এর সাথেই মঙ্গলবাল লঞ্চ হয়েছে iPhone 11 Pro, iPhone 11 Max, iPad (10.2 ইঞ্চি) আর Apple Watch Series 5।
ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল iPhone 11 Pro আর iPhone 11 Pro Max
ভারতে iPhone 11 এর দাম শুরু হচ্ছে 64,900 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 64 GB স্টোরেজ। মার্কিন যুক্তরাষ্ট্রে iPhone 11 এর দাম শুরু হচ্ছে 699 মার্কিন ডলার (প্রায় 50,000 টাকা) থেকে। ছয়টি রঙে পাওয়া যাবে নতুন iPhone 11। 13 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সহ 30 টি দেশে iPhone 11 প্রি-অর্ডার শুরু হবে। বিক্রি শুরু 20 সেপ্টেম্বর।
'অলওয়েস অন রেটিনা ডিসপ্লে' সহ লঞ্চ হল Apple Watch Series 5
iPhone 11 এ থাকছে একটি 6.1 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি A13 Bionic চিপ। কোম্পানির দাবি এই স্মার্টফোন চিপে রয়েছে বিশ্বের ‘দ্রুততম সিপিইউ' আর ‘দ্রুততম জিপিইউ'। iPhone 11 এ চলবে iOS 13 অপারেটিং সিস্টেম।
রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল নতুন iPad (10.2 ইঞ্চি), দাম ও স্পেসিফিকেশন দেখে নিন
iPhone 11 ফোনের সবথেকে বড় আপগ্রেড হয়েছে ক্যামেরা বিভাগে। iPhone XR ফোনের পিছনে একটি ক্যামেরা ব্যবহার হলেও iPhone 11 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর একটি 12 মেগাপিক্সেল ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। থাকছে HDR, নাইট মোড আর উন্নত পোট্রেট মোড। 60 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে ভিডিও তোলা যাবে এই ক্যামেরায়। সেলফি তোলার জন্য iPhone 11 এ থাকছে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ক্যামেরায় থাকছে স্লো-মো ভিডিও ফিচার।
কবে লঞ্চ হবে iOS 13 আর iPadOS? জানিয়ে দিল Apple
স্ট্রিমিং সার্ভিসের দুনিয়ায় ঝড়, মাসে 99 টাকায় লঞ্চ হল Apple TV+
Apple জানিয়েছে iPhone 11 ফোনে iPhone XR এর থেকে এক ঘন্টা বেশি ব্যাক আপ পাওয়া যাবে। iPhone 11 ছাড়াও মঙ্গলবার iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোন লঞ্চ করেছে Apple।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন