মঙ্গলবার iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max এর সাথে একাধিক নতুন প্রডাক্ট ও সার্ভিস লঞ্চ করেছে Apple। এই ইভেন্টেই iOS 13 আর iPadOS লঞ্চের দিন ঘোষনা করেছে কুপার্টিনোর কোম্পানিটি। যদিও macOS 10.15 Catalina কবে লঞ্চ হবে জানা যায়নি। জুন মাসে WWDC 2019 ইভেন্টে এই তিন অপারেটিং সিস্টেমের বিটা ভার্সান লঞ্চ হয়েছিল।
ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল iPhone 11 Pro আর iPhone 11 Pro Max
19 সেপ্টেম্বর iOS 13 আপোডেট পাঠানো শুরু করবে Apple। iPhone XS, iPhone XS Max, iPhone XR, iPhone X, iPhone 8, iPhone 8 Plus, iPhone 7, iPhone 7 Plus, iPhone 6s, iPhone 6s Plus, iPhone SE আর iPod touch (7th জেনারেশান) থেকে iOS 13 ডাউনলড করা যাবে। 30 সেপ্টেম্বর iOS 13.1 আপডেটের হাত ধরে এই ডিভাইসগুলিতে অতিরিক্ত কয়েকটি ফিচার পৌঁছে যাবে।
ডুয়াল ক্যামেরা আর লিকুইড রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল iPhone 11
30 সেপ্টেম্বর iPadOS আপডেট পাঠাতে শুরু করবে Apple। ঐ দিন গোয়াট বিশ্বের বিভিন্ন iPad ডিভাইসে এই আপডেট ডাউনলোড করা যাবে। 12.9 ইঞ্চি iPad Pro, 11 ইঞ্চি iPad Pro, 10.5 ইঞ্চি iPad Pro, 9.7 ইঞ্চি iPad Pro, iPad (6th জেনারেশান), iPad (5th জেনারেশান), iPad mini (5th জেনারেশান), iPad mini 4, iPad Air (3rd জেনারেশান), iPad Air 2 থেকে iPadOS ডাউনলোড করা যাবে।
রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল নতুন iPad (10.2 ইঞ্চি), দাম ও স্পেসিফিকেশন দেখে নিন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন