মঙ্গলবার লঞ্চ হল Apple এর গেমিং সাবস্ক্রিপশন সার্ভিস Apple Arcade। একই ইভেন্টে নতুন iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max সহ একাধিক প্রোডাক্ট ও সার্ভিস লঞ্চ করেছে Apple।
Photo Credit: Apple
Apple Arcade এ মোট 100 টি এক্সক্লিউসিভ গেম খেলা যাবে
মঙ্গলবার লঞ্চ হল Apple এর গেমিং সাবস্ক্রিপশন সার্ভিস Apple Arcade। একই ইভেন্টে নতুন iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max সহ একাধিক প্রোডাক্ট ও সার্ভিস লঞ্চ করেছে Apple। মাত্র 99 টাকা খরচ হবে এই সাবস্ক্রিপশনে। Apple Arcade সাবস্ক্রিপশনে iPhone, iPad, MacOS আর Apple TV থেকে গেম খেলা যাবে। 19 সেপ্টেম্বর এই সার্ভিস শুরু করছে Apple। গোটা বিশ্বের 150 টি দেশে এই সাবস্ক্রিপশন সার্ভিস শুরু হবে। ভারতে Apple Arcade সাবস্ক্রিপশনের খরচ 99 টাকা। এক সাবস্ক্রিপশনে পরিবারের সবার গেম খেলতে পারবেন।
ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল iPhone 11 Pro আর iPhone 11 Pro Max
ডুয়াল ক্যামেরা আর লিকুইড রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল iPhone 11
শুরুতে Apple Arcade এ মোট 100 টি এক্সক্লিউসিভ গেম খেলা যাবে। ইতিমধ্যেই 30 টি গেম এর নাম প্রকাশ করেছে Apple। এই প্রতিবেদনের শেষে সেই গেমগুলির নাম জানানো হয়েছে। Capcom, Lego, Sega, Konami, Annapurna Interactive সহ অনেক জনপ্রিয় গেম ডেভেলপারের সাথে হাত মিলিয়ে এই গেম তৈরী করেছে Apple। এই গেমগুলি শুধুমাত্র Apple Arcade থেকেই খেলা যাবে।
'অলওয়েস অন রেটিনা ডিসপ্লে' সহ লঞ্চ হল Apple Watch Series 5
রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল নতুন iPad (10.2 ইঞ্চি), দাম ও স্পেসিফিকেশন দেখে নিন
মাসে 99 টাকা সাবস্ক্রিপশনের পরে Apple Arcade এর গেমের মধ্যে আলাদা খরচ করতে হবে না। থাকছে না কোন গোপন সাবস্ক্রিপশন ফি। গেমের মধ্যে কোন বিজ্ঞাপন দেখাবে না Apple। PS4 আর Xbox One কন্ট্রোলার ব্যবহার করে iPhone, iPad আর Mac আর Apple TV থেকে Apple Arcade এর গেমগুলি খেলা যাবে।
কবে লঞ্চ হবে iOS 13 আর iPadOS? জানিয়ে দিল Apple
স্ট্রিমিং সার্ভিসের দুনিয়ায় ঝড়, মাসে 99 টাকায় লঞ্চ হল Apple TV+
App Store এর নীচে Apple Arcade ট্যাব শুরু হচ্ছে। সেখান থেকেই Apple Arcade গেম ডাউনলোড করা যাবে। Apple Music, iTunes, iCloud আর Apple Pay এর সাথেই নতুন Apple Arcade ইন্টারনেট সার্ভিস লঞ্চ করল Apple।
শুরুতে Apple Arcade থেকে নীচের গেমগুলি খেলা যাবে:
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India