Photo Credit: Techdroider
শীঘ্রই লঞ্চ হতে পারে Xiaomi -র ফ্ল্যাগশিপ সিরিজের পরবর্তী দুটি ফোন Mi 10 ও Mi 10 Pro। গত বছর Xiaomi জানিয়েছিল Snapdragon 865 চিপসেট সহ এই দুই ফোন বাজারে আসবে। এর পর একাধিক রিপোর্টে Mi 10 ও Mi 10 Pro সম্পর্কে বিভিন্ন তথ্য ইন্টারনেটে ফাঁস হয়েছে। সম্প্রতি চিনে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে 13 ফেব্রুয়ারি এই দুই ফোন লঞ্চ করতে পারে বেজিংয়ের কোম্পানিটি। লঞ্চের পরেই 14 ফেব্রুয়ারি বিক্রি শুরু হতে পারে Mi 10। অন্যদিকে Mi 10 Pro বিক্রি শুরু হতে পারে 18 ফেব্রুয়ারি।
চলতি সপ্তাহেই XDA-Developer ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে এই দুই ফোনের build.prop ফাইল থেকে জানা গিয়েছে ‘Umi' ও ‘Cmi' ছদ্মনামে লঞ্চ হবে Mi 10 ও Mi 10 Pro। ইতিমধ্যেই Xiaomi জানিয়ে দিয়েছে এই দুই ফোনেই থাকবে Snapdragon 865 চিপসেট। লঞ্চের সময় দুটি ফোনেও Android 10 অপারেটিং সিস্টেম চলবে।
15,000 টাকার কমে সেরা স্মার্টফোনগুলি দেখে নিন
অন্যদিকে গ্যালারি অ্যাপ থেকে Mi 10 ও Mi 10 Pro-এর পিছনে 108 মেগাপিক্সেল ক্যামেরার তথ্য সামনে এসেছে। এই দুই ফোনে থাকতে পারে Samsung ISOCELL Bright HMX সেন্সর।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Mi 10 Pro-এ একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে Snapdragon 865 চিপসেটের সঙ্গেই থাকতে পারে 16GB RAM ও 66W ফাস্ট চার্জ সাপোর্ট। 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই এই ফোনে থাকতে পারে একটি 16 মেগাপিক্সেল, একটি 12 মেগাপিক্সেল সেন্সর ও একটি 5 মেগাপিক্সেল সেন্সর। Mi 10 Pro-তে একটি 5,250 mAh ব্যবহার করতে পারে Xiaomi। Mi 10 সিরিজের দুটি ফোনের ডিসপ্লেতেই হোল-পাঞ্চ ডিজাইন থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন