Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স।
31 মার্চ ভারতে Mi 10 লঞ্চ হওয়ার কথা থাকলেও পরে লকডাউনের কারণে তা পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল Xiaomi। Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে গোটা বিশ্বের সামনে একাধিক স্মার্টফোন নিয়ে বাসছে Xiaomi। মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max। এবার বিশ্বের অন্যান্য দেশে লঞ্চ হতে চলেছে Redmi Note 9। একই সঙ্গে লঞ্চ হবে Mi Note 10 Lite।