শনিবার লঞ্চ হল Mi 10 Lite। এটাই Xiaomi -র সব থেকে কম দামের 5G স্মার্টফোন।
একাশিক রঙে পাওয়া যাবে Mi 10 Lite
শনিবার লঞ্চ হল Mi 10 Lite। এটাই Xiaomi -র সব থেকে কম দামের 5G স্মার্টফোন। Mi 10 ও Mi 10 Pro তে হোল পাঞ্চ ডিসপ্লে থাকলেও Mi 10 Lite -এ থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ। যদিও নতুন ফোনের পিছনে চারটি ক্যামেরা ও 5G কানেক্টিভিটি সাপোর্ট থাকছে। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। Mi 10 Lite -এ থাকবে Snapdragon 865 চিপসেট।
আপাতত ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যাবে Mi 10 Lite। এই ফোনের দাম 349 ইউরো (প্রায় 29,200 টাকা)। চারটি রঙে এই ফোন বিক্রি করবে Xiaomi। যদিও ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি বেজিংয়ের কোম্পানিটি। Mi 10 Lite এর সঙ্গেই ইউরোপে লঞ্চ হয়েছে Mi 10 অ Mi 10 Pro। সম্প্রতি চিনে এই ফোনগুলি লঞ্চ করেছিল Xiaomi। 31 মার্চ ভারতে Mi 10 লঞ্চের কথা থাকলেও দেশব্যাপী লকডাউনের কারণে তা পিছিয়ে গিয়েছে।
সুযোগ বুঝে COVID-19 -এর নামে বাড়ছে হ্যাকিংয়ের চেষ্টা
Mi 10 Lite-এ থাকছে একটি 6.57 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765 চিপসেট। এই ফোনে থাকছে LPDDR4X RAM ও UFS 2.1 স্টোরেজ। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
Mi 10 Lite-এর ভিতরে রয়েছে 4,160 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 20W ফাস্ট চার্জিং। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Z TriFold Pricing Revealed; Here's How Much It Might Cost in India and Other Markets