আগামী সপ্তাহে লঞ্চ হবে Mi 10 Lite 5G। একই সঙ্গে হাজির হবে MIUI 12।
Photo Credit: Weibo
সম্প্রতি ইউরোপে লঞ্চ হয়েছিল Mi 10 Lite 5G
27 এপ্রিল লঞ্চ হবে Mi 10 Lite 5G। একই সঙ্গে হাজির হবে MIUI 12। গত মাসে ইউরোপে Mi 10 Lite লঞ্চ হলেও চিনে এই ফোনে আলাদা স্পেসিফিকেশন থাকবে। চিনে Mi 10 Lite 5G-তে থাকবে পেরিস্কোপ ক্যামেরা। Mi 10 সিরিজের নতুন মডেলের সঙ্গেই 27 এপ্রিল সামনে আসবে MIUI 12। এটাই কোম্পানির লেটেস্ট Android স্কিন। গত বছর লঞ্চ হওয়া MIUI 11-এর থেকে MIUI 12-এ যোগ হবে একগুচ্ছ নতুন ফিচার।
সম্প্রতি প্রকাশিত টিজারে জানা গিয়েছে 27 এপ্রিল চিনে স্থানীয় সময় দুপুর 2টো (ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিট) Mi 10 Lite 5G লঞ্চ শুরু হবে। ছবিতে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। এই মধ্যেই একটি পেরিস্কোপ ডিজাইনের টেলিফটো ক্যামেরা। Mi 10 Lite 5G ক্যামেরায় থাকবে 50x জুম।
![]()
Mi 10 Lite 5G টিজারে পেরিস্কোপ ক্যামেরা দেখা গিয়েছে
ছবি: Weibo
144MP ক্যামেরার স্মার্টফোন আনছে Xiaomi
সম্প্রতি ইউরোপে লঞ্চ হয়েছিল Mi 10 Lite 5G। ইউরোপে এই ফোনের দাম 349 ইউরো (প্রায় 29,000 টাকা)। যদিও ইউরোপের থেকে চিনে এই ফোনে পৃথক স্পেসিফিকেশন ব্যবহার করতে পারে Xiaomi।
সম্প্রতি Pricebaba ওয়েবসাইটে ঈশান অগ্রবাল জানিয়েছিলেম 6GB + 64GB, 6GB + 128GB, 8GB + 128GB ও 8GB + 256GB ভেরিয়েন্টে লঞ্চ হবে Mi 10 Lite 5G। পাঁচটা রঙে পাওয়া যাবে এই ফোন।
![]()
MIUI 12-এ থাকবে নতুন জেসচার কন্ট্রোল
ছবি: Weibo
দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Mi 10 ও Mi 10 Pro
চিনে Mi 10 Lite 5G লঞ্চের সময় এই ফোনে MIUI 12 স্কিন চলবে। নতুন MIUI ভার্সনে থাকবে আপডেটেড জেসচার কন্ট্রোল। এছাড়াও থাকছে একাধিক নতুন কাস্টমাইজেশন ফিচার।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
চলতি বছর অক্টোবর থেকে বিভিন্ন Xiaomi ফোনে MIUI 12 বিটা ভার্সন পৌঁছনো শুরু হতে পারে। কোন ফোনে কবে এই আপডেট পৌঁছবে লঞ্চের দিন ঘোষণা করতে পারে Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Scientists Unveil Screen That Produces Touchable 3D Images Using Light-Activated Pixels
SpaceX Expands Starlink Network With 29-Satellite Falcon 9 Launch
Nancy Grace Roman Space Telescope Fully Assembled, Launch Planned for 2026–2027
Hell’s Paradise Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?