কয়েক বছর আগেই কোম্পানির Lumia ফোন বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল Microsoft। এরপরে নতুন কোন স্মার্টফোন লঞ্চের ঘোষনা করেনি Microsoft। নতুন এক রিপোর্টে জানানো হয়েছে শিঘ্রই Android স্মার্টফোন লঞ্চের করবে Microsoft। ইতিমধ্যেই Windows Phone-এ সাপোর্ট বন্ধ করে দিয়েছে Microsoft। এবার Android অপারেটিং সিস্টেমে নতুন স্মার্টফোন লঞ্চ করবে Microsoft। যদিও কোম্পানির Surface লাইন আপ এ এই ফোন লঞ্চ হবে কী না তা জানা যায়নি। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে Surface ফোন বানানোর কাজে ব্যাস্ত এই কোম্পানি। তবে সাম্প্রতিক মাসে Surface ফোন নিয়ে কোন রিপোর্ট সামনে আসেনি।
উইন্ডোজ লেটেস্টে এক রিপোর্টে Microsoft-এর এক প্রতিনিধি জানিয়েছে ‘নতুন লাইন-আপ এর ফোন’ তৈরীতে ব্যাস্ত কোম্পানির ইঞ্জিনিয়াররা। টেক্সট মেসেজের স্ক্রিনশটে দেখা যাচ্ছে Lumia লাইন-আপ এ এই ফোন লঞ্চ হবে না। তবে নতুন এই ফোন কোন লাইন-আপ এ লঞ্চ হবে তা জানা যায়নি। Microsoft স্টোর থেকে নতুন এই স্মার্টফোন বিক্রি হবে।
এই রিপোর্টে শেয়ার করা স্ক্রিনশট থেকে জানা জানা গিয়েছে Windows Phone এর ইঞ্জিনিয়াররা নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছেন। যদিও এই ফোনের সম্পর্কে বিস্তারে কোন তথ্য পাওয়া যায়নি। যদিও এই ইঞ্জিনিয়ার জানিয়েছেন Windows 10 অপারেটিং সিস্টেমে এই ফোন চলবে না। Microsoft এর নতুন স্মার্টফোন লাইন আপ এ Android অপারাটিং সিস্টেম চলবে বলে জানা গিয়েছে।
Microsoft এর Android ফোন লঞ্চের সিদ্ধান্তে কেউ অবাক হন নি। যদিও এই রিপোর্টের কোন সত্যতা জানা যায়নি। এর জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
আগে এক রিপোর্টে জানা গিয়েছিল Surface সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে Microsoft। 2018 সালে এই ফোন লঞ্চের পরিকল্পনা করেছিল Microsoft।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন