আজই ভারতে লঞ্চ হবে Moto G6 আর Moto G6 Play। নতুন দিল্লিতে এক ইভেন্টে Motorola সোমবার এই দুটি ফোন লঞ্চ করবে। প্রায় এক মাস আগে ব্রাজিলে বিশ্বব্যাপী লঞ্চ হয়েছিল এই ফোন দুটি। যদিও Moto G6 Plus ফোনটি আজকের ইভেন্টে ভারতে লঞ্চ করবে না Motorola। শুধুমাত্র Amazon এই পাওয়া যাবে নতুন Moto G6। অন্যদিকে Moto G6 Play কিনতে আপনাকে Flipkart এ লগ ইন করতে হবে।
ইন্টারনেটে লাইভ স্ট্রিম হবে Moto G6 আর Moto G6 Play লঞ্চ ইভেন্ট। সোমবার ভারতীয় সময় সকাল 11:45 এ এই ইভেন্ট শুরু হবে। YouTube এ সরাসরি সম্প্রচারিত হবে এই লঞ্চ ইভেন্ট। এই ইভেন্ট শুরুর পরে নীচের ভিডিওতে প্লে বাটনে ক্লিক করে সরাসরি ইভেন্টটি দেখতে পারবেন।
Moto G6 এ রয়েছে 5.7 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে রয়েছে 1.8GHz অক্টাকোর Snapdragon 450 চিপসেট। এর সাথেই রয়েছে Adreno 506 GPU আর 3GB RAM। Moto G6 এ চলবে স্টক Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম। এছাড়াও এই ফোনে থাকবে ডুয়াল সিম সাপোর্ট। Moto G6 এর পিছনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় রয়েছে একটি 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারী সেন্সার। এর সাথেই ফোনের পিছনে থাকবে একটি ডুয়াল টোন ফ্ল্যাশ। আর ফোনের সামনে থাকবে একটি LED ফ্ল্যাশ।
Moto G6 এ থাকবে 32GB ইন্টারনাল স্টোরেজ। যদিও মাইক্রো এস ডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়িয়ে নাওয়া যাবে এই ফোনের স্টোরেজ। কানেক্টিভিটির জন্য নতুন Moto G6 এ থাকবে 4G LTE, WI-Fi, USB Type-C, NFC, 3.5মিমি হেডফোন জ্যাক আর Bluetooth 4.2। এছাড়াও ফোনের ভিওতরে একটি 3000mAh ব্যাটারি থাকবে। এই ফোনে থাকবে কোম্পানির টার্বো চার্জিং এর সুবিধা। ইন্ডিগো আর সিলভার কালার অপশানে পাওয়া যাবে নতুন Moto G6।
Moto G6 Play তে রয়েছে 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনেও চলবে চলবে স্টক Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম। কিন্তু প্রসেসারের পাওয়ার কমিয়ে দেওয়া হয়েছে Moto G6 Play তে। এই ফোনের ভিতরে থাকবে 1.4GHz অক্টাকোর Snapdragon 430 চিপসেট। এর সাথেই রয়েছে Adreno 505 GPU আর 3GB RAM আর 32GB স্টোরেজ। এই ফোনেও 128GB পর্যন্ত মাইক্রো এস ডি কার্ড সাপোর্ট থাকবে। Moto G6 Play তে থাকবে 13MP রিয়ার ক্যামেরা। আর একটি সিঙ্গেল LED ফ্ল্যাশ। এছাড়াও তফোনের সামনে থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা ও সেলফি ফ্ল্যাশ।
Moto G6 Play তে থাকবে বিশাল 4000mAh ব্যাটারি। এর সাথেই থাকবে টার্বো চার্জিং এর সুবিধা। কানেক্টিভিটির জন্য নতুন Moto G6 Play তে থাকবে 4G LTE, WI-Fi, USB Type-C, NFC, 3.5মিমি হেডফোন জ্যাক আর Bluetooth 4.2। ইন্ডিগো ও গোল্ড কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন