Moto G14-এর উত্তরসূরী হিসেবে লঞ্চ হতে পারে একদম নতুন মতো G15
মনে করা হচ্ছে Motorola কোম্পানি খুব শীঘ্রই তাদের একটি নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসতে পারে। বেশ কিছুদিন ধরেই Moto G15 হ্যান্ডসেটটি গুজবের বিষয় হয়ে আছে। এই আলোচনার মধ্যেই হ্যান্ডসেটটির সম্পূর্ণ স্পেসিফিকেশন অনলাইনের মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে, যেটি থেকে Moto G15 হ্যান্ডসেটটির বৈশিষ্ট্যগুলি জানা যাচ্ছে