Moto G67 ও Moto G77 ফোনে 5,200mAh ব্যাটারি এবং 30W টার্বো চার্জিং প্রযুক্তি দিয়েছে মোটোরোলা।
Photo Credit: Motorola
Moto G67 and Moto G77 are equipped with a 32-megapixel selfie camera
Motorola লঞ্চ করল দুই নতুন স্মার্টফোন Moto G67 এবং Moto G77। ফোনগুলি মিড-রেঞ্জ দামের সাথে প্রিমিয়াম ফিচারের ফাঁক পূরণ করতে এসেছে। Moto G সিরিজের নয়া দুই মডেলে ক্যামেরা, ডিসপ্লে, এবং টেকসই বিল্ড কোয়ালিটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। Moto G77 মডেলে 108 মেগাপিক্সেল ক্যামেরা ও 3x লসলেস জুমের সুবিধা পাওয়া যাবে। Moto G67 কোয়াড পিক্সেল প্রযুক্তির 50 মেগাপিক্সেল Sony LYTIA 600 সেন্সর পেয়েছে। ফোনদ্বয়ের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে IP64 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, Moto AI ফিচার্স, MIL-STD-810H ডিউরাবিলিটি, Dolby Atmos এর সাথে ডুয়াল স্টেরিও স্পিকার, ইত্যাদি।
Moto G67 ও Moto G77 এর পিছনে ডুয়েল ক্যামেরা আছে। প্রাইমারি ক্যামেরার বিবরণ প্রথমেই উল্লেখ করা হয়েছে। মেইন ক্যামেরার সাথে উভয় স্মার্টফোনে f/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরাও দুই ফোনে এক, যা হল 32 মেগাপিক্সেলের। ক্যামেরা ফিচার্সের মধ্যে রয়েছে নাইট ভিশন, 2K ভিডিও রেকর্ডিং, পোট্রেট মোড, প্রো মোড, অটো স্মাইল ক্যাপচার, ও গুগল লেন্স ইন্টিগ্রেশন।
মোটো জি67 এবং জি77 এর সামনে একটি 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি সর্বোচ্চ 5,000 নিট ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্র্যাচ থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i কভার আছে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। উভয় ফোনে 5,200mAh ব্যাটারি ও 30W টার্বো চার্জিং প্রযুক্তি অফার করছে মোটোরোলা।
Moto G67 মডেলে অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর আছে। এটি 4 জিবি র্যাম ও 128 জিবি ইন্টার্নাল স্টোরেজের সাথে যুক্ত। অন্য দিকে, Moto G77 আরও পাওয়ারফুল Dimensity 6400 প্রসেসর দ্বারা চালিত। এটি 8 জিবি পর্যন্ত র্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। নতুন ফোনগুলি Android 16 অপারেটিং সিস্টেমে চলে।
যুক্তরাজ্যে Moto G67 এর দাম 199.99 জিবিপি রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 25,400 টাকা। এটি আর্কটিক সিল ও নীল রঙে এসেছে। Moto G77 এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 250 জিবিপি (প্রায় 31,700 টাকা) ও 300 জিবিপি (37,900 টাকা)। ডিভাইস দু'টি ইউরোপ, মধ্যপ্রাচ্য, ও আফ্রিকাতে পাওয়া যাচ্ছে। ভারতে লঞ্চের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S27 Ultra Tipped to Launch With a Custom Snapdragon 8 Elite Series Chip