মোটোরোলা সিগনেচার সাতটি মেজর Android OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট পাবে।
Photo Credit: Motorola
Motorola Signature boasts an IP68 + IP69-rated build for dust and water resistance
Motorola Signature কনজিউমার ইলেকট্রনিক্স শো 2026 (CES 2026)-এ লঞ্চ হয়েছে। এটি মোটোরোলার সম্পূর্ণ নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং Signature সিরিজের প্রথম মডেল। সংস্থা এই ফোনে সাতটি মেজর Android OS আপগ্রেড এবং সাত বছর ধরে সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। নতুন হ্যান্ডসেটে Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। Motorola Signature ফোনের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে Dolby Vision ফরম্যাটে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরা, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, NFC, Dolby Atmos-এর সাথে ডুয়াল স্টেরিও স্পিকার, IP68 + IP69 ধুলো ও জলরোধী রেটিং, এবং এয়ারক্রাফ্ট-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম সহ আরও অনেক কিছু। চলুন ফোনটির সমস্ত খুঁটিনাটি ও দাম দেখে নেওয়া যাক।
মোটোরোলা সিগনেচার ফোনের সামনে 6.8 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 165 হার্টজ রিফ্রেশ রেট, 2,780 x 1,264 পিক্সেল রেজোলিউশন, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 6,200 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, ও HDR10+ সাপোর্ট করে। স্ক্র্যাচ থেকে রক্ষা করতে স্ক্রিনে Corning Victus 2 কভার আছে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ফোনে লেটেস্ট Android 16 প্রি-ইনস্টল করা আছে।
Motorola Signature ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Sony LYTIA 828), 122 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স (Sony LYTIA 600) আছে।
এছাড়াও, একটি মাল্টিস্পেকট্রাল 3-ইন-1 লাইট সেন্সর উপস্থিত। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা 8K রেজোলিউশনে 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। এতে অ্যাকশন শট, 100x সুপার জুম প্রো, ফেস রিটাচ, ডুয়াল ক্যাপচার ভিডিও, অটো নাইট ভিশন, ও লাইভ ফিল্টার সহ অজস্র ক্যামেরা ফিচার্স আছে।
Motorola Signature ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি LPDDR4x র্যাম এবং UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 5,200mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে যা 90W টার্বোপাওয়ার ওয়্যার্ড চার্জিং, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, ও 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্টের সাথে এসেছে।
মোটোরোলা সিগনেচার মডেলের 12 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ অপশনের দাম 899 ইউরো রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 82,000 টাকার সমান। ফোনটি প্যানটোন কার্বন ও প্যানটোন মার্টিনি অলিভ কালার অপশনে এসেছে। স্মার্টফোনটি ভারতেও লঞ্চ হবে এবং ফ্লিপকার্ট থেকে বিক্রি হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Life Is Strange Game From Square Enix Leaked After PEGI Rating Surfaces