Motorola Signature গত সপ্তাহে কনজিউমার ইলেকট্রনিক্স শো 2026 (CES 2026)-এ আত্মপ্রকাশ করেছিল।
Photo Credit: Motorola
Motorola Signature will offer up to 16GB of RAM
Motorola Signature জানুয়ারি 23 ভারতে আসছে। আজ মোটোরোলা জল্পনার অবসান ঘটিয়ে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এটি গত সপ্তাহে কনজিউমার ইলেকট্রনিক্স শো 2026 (CES 2026)-এ আত্মপ্রকাশ করেছিল। স্মার্টফোনটি ব্র্যান্ডের Signature সিরিজের প্রথম মডেল। ফোনটির একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই Flipkart ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। সেখান থেকে ডিভাইসটির বেশ কিছু ফিচার্স প্রকাশ্যে এসেছে। Motorola Signature ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করবে। ব্যাক ক্যামেরা Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। অর্থাৎ সিনেমার মতো ভিডিও শুট করা যাবে বলে আশা করা হচ্ছে।
মোটোরোলা সিগনেচার ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে। মোবাইল ব্র্যান্ডটি মাইক্রোসাইট মারফত একাধিক তথ্য প্রকাশ করেছে। যেমন, ফোনটি Snapdragon 8 সিরিজ প্রসেসর দ্বারা চালিত হবে। আগেই গ্লোবাল লঞ্চ হওয়ার ফলে জানা গিয়েছে যে সেটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। এটি AnTuTu বেঞ্চমার্ক সাইটে তিন মিলিয়নের বেশি স্কোর করেছে।
মোটোরোলার নতুন ফোনে LTPO অ্যামোলেড ডিসপ্লে থাকবে। সংস্থার দাবি, এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, ও 6,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরায় Sony LYTIA 828 সেন্সর থাকবে। এটি f/1.6 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে আসবে বলে আশা করা হচ্ছে।
কোম্পানি আরও জানিয়েছে, Motorola Signature ফোনে Bose-এর প্রিমিয়াম সাউন্ড, ব্যাক প্যানেলে বিলাবহুল ফেব্রিক ফিনিশ, 50W ওয়্যারলেস চার্জিং, Dolby Atmos অডিও, এবং 5,200mAh সিলিকন ব্যাটারি থাকবে।
প্রসঙ্গত, টেক ব্লগার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে জানা গিয়েছে যে Motorola Signature ফোনটির 16 জিবি র্যাম এবং 1 টিবি স্টোরেজ ভার্সনের MRP হল 84,999 টাকা। যেহেতু স্মার্টফোনের বক্স প্রাইস আসল দামের চেয়ে কিছুটা বেশি রাখা হয়, তাই প্রকৃত বিক্রয়মূল্য কম হতে পারে। এছাড়াও, ব্যাঙ্ক ডিসকাউন্ট-সহ একাধিক অফার দিতে পারে কোম্পানি।
জানিয়ে রাখি, মোটোরোলা সিগনেচার এর মেইন ক্যামেরার সাথে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুম যুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স (Sony LYTIA 600) এবং সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। সব মিলিয়ে এই ফোনে চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরা। এতে Android 16 প্রি-ইনস্টল করা আছে। সংস্থা এই ফোনের গ্লোবাল মডেলে সাতটি মেজর Android OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Says the Year 2025 Almost Became Earth's Hottest Recorded Year Ever
Civilization VII Coming to iPhone, iPad as Part of Apple Arcade in February