Motorola Signature স্মার্টফোনের ব্যাক ক্যামেরা Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
Photo Credit: Motorola
Motorola Signature features up to 16GB of RAM
Motorola Signature শুক্রবার ভারতে লঞ্চ হল। এটি মোটোরোলার সম্পূর্ণ নতুন প্রিমিয়াম স্মার্টফোন। এতে ফ্ল্যাগশিপ কিলার হিসেবে পরিচিত Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। মোটোরোলার নতুন ফোন সাতটি মেজর Android OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট পাবে। ফোনের সামনে ও পিছন মিলিয়ে 50 মেগাপিক্সেলের মোট চারটি ক্যামেরা আছে। Motorola Signature ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে Bose-এর সাউন্ড, IP68 + IP69 ধুলো ও জল প্রতিরোধী রেটিং, Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং, এয়ারক্রাফ্ট-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, কপার মেশ লিকুইড মেটাল কুলিং সিস্টেম-সহ আরও অনেক কিছু।
মোটোরোলা সিগনেচার ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony LYTIA 828), 122 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুম এবং 100x হাইব্রিড জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স (Sony LYTIA 600) আছে। সেলফি ও ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
Motorola Signature ফোনের সামনে 6.8 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, সুপার এইচডি রেজোলিউশন (2,780 x 1,264 পিক্সেল), 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ডলবি ভিশন, 6,200 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আবার স্ক্র্যাচ থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Victus 2 কভার আছে।
ডিভাইসটি স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসরে রান করে। ফোনে 16 জিবি পর্যন্ত LPDDR5X র্যাম ও 1 টিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজ মিলবে। এতে 90W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ একটি 5,200mAh সিলিকন-কার্বন ব্যাটারি আছে। এটি 10W ওয়্যারলেস এবং 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল করা আছে যা Android 23 ভার্সন পর্যন্ত আপগ্রেড হবে।
Motorola Signature-এর 12 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত বেস ভার্সনের দাম 59,999 টাকা রাখা হয়েছে। অন্য দিকে, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 64,999 টাকা ও 69,999 টাকা। কোম্পানি Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 5,000 টাকা ডিসকাউন্ট দেবে। ফ্লিপকার্টে জানুয়ারি 30 থেকে বিক্রি শুরু হবে। এটি মার্টিনি অলিভ এবং কার্বন কালার অপশনে কেনা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন