লঞ্চ হল Moto G8 Plus। বৃহস্পতিবার G সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Motorola। Moto G8 Plus ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল অ্যাকশন ক্যামেরা। সম্প্রতি লঞ্চ হওয়া Motorola One Action ফোনেও একই ক্যামেরা ব্যবহার হয়েছিল। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে কোয়াড পিক্সেল প্রযুক্তি। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট।
13,999 টাকায় পাওয়া যাবে Moto G8 Plus। 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। চলতি মাসে Flipkart থেকে বিক্রি শুরু হবে Moto G8 Plus। লঞ্চ অফারে Jio গ্রাহকদের জন্য থাকছে 2,200 টাকা ক্যাশব্যাক।
Xiaomi -কে টেক্কা দিতে এবার লঞ্চ হবে Realme 5s
Moto G8 Plus ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 665 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
Moto G8 Plus ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল Samsung ISOCELL Bright GM1 সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অ্যাকশন ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola।
15,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Redmi Note 8 Pro? পড়ুন রিভিউ
কানেক্টিভিটির জন্য Moto G8 Plus ফোনে থাকছে 4G LTE, Bluetooth v5.0, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Qualcomm aptX, GPS, A-GPS, GLONASS, Galileo আর 3.5 মিলিমিটার অডিও জ্যাক। Moto G8 Plus ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের সাথে একটি 15W TurboPower চার্জার দেবে কোম্পানি। নতুন ফোনের ওজন 188 গ্রাম। ফোনটি 9.1 মিমি চওড়া।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন