সম্প্রতি একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে পপ-আপ সেলফি ক্যামেরার স্মার্টফোন আনছে Motorola। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Motorola One Hyper নামে বাজারে আসবে পপ-আপ ক্যামেরার Motorola স্মার্টফোন। এই প্রথম কোন Motorola ফোনে পপ-আপ ক্যামেরা ডিজাইন দেখা যাবে। নাম ও সম্ভাব্য স্পেসিফিকেশন জানা গেলেও Motorola One Hyper ফোনের দাম জানা যায়নি।
নতুন Mi HiFi হাইব্রিড ইয়ারফোন লঞ্চ করল Xiaomi
Motorola One Hyper ফোনে একটি 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে পপ-আপ ক্যামেরা থাকার জন্য ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। পপ-আপ ক্যামেরায় থাকবে 32 মেগাপিক্সেল সেন্সর। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 675 চিপসেট। সাথে থাকবে 4GB RAM আর 128GB স্টোরেজ।
Motorola One Hyper ফোনের পিছনের ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ক্যামেরায় 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও আর 60 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে FHD ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াO 120 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে FHD স্লো মোশন ভিডিও আর 240 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 720p ভিডিও রেকর্ড করতে পারবে Motorola One Hyper ফোনের ক্যামেরা।
এক ধাক্কায় অনেকটা সস্তা হল Samsung Galaxy A80
কম আলোতে দুর্দান্ত ছবি তোলার জন্য Motorola One Hyper ফোনে বিশেষ নাইট ভিশন মোড থাকছে। এই ফোনে থাকছে একটি 3.5 মিমি জ্যাক আর একটি USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে 3,600 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট। লঞ্চের সময় Motorola One Hyper ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলতে পারে। Motorola One সিরিজের অন্যান্য ফোনের মতোই Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হবে এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন