2019 সালের ডিসেম্বরে ভারতে এসেছিল Nokia 2.3। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 8,199 টাকা। সম্প্রতি এই ফোনের দাম 1,000 টাকা কমিয়েছে HMD Global। এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। Nokia 2.3 ফোনে থাকছে একটি Google Assistant বাটন। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio A22 চিপসেট। 2GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
7,199 টাকায় বিক্রি হচ্ছে Nokia 2.3। 2GB RAM + 32GB স্টোরেজে ভারতে এই ফোন পাওয়া যাবে। Amazon ও Nokia.com থেকে ইতিমধ্যেই নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে।
ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A31 (2020)
ডুয়াল সিম Nokia 2.3 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর MediaTek Helio A22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nokia 2.3 ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। কোম্পানি জানিয়েছে এই ক্যামেরায় ভালো ছবি তোলা লক্ষ্যে শাটার বাটন প্রেস করার আগেই 15 টা ছবি তুলতে থাকে Nokia 2.3। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য Nokia 2.3 ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB (v2.0) আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন